• NEWS PORTAL

  • রবিবার, ১০ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আদিবাসী স্বীকৃতি দাবির অন্তরালে দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ১৩:১৫, ৯ আগস্ট ২০২৫

আপডেট: ১৩:১৭, ৯ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
আদিবাসী স্বীকৃতি দাবির অন্তরালে দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

চট্টগ্রামে আদিবাসী স্বীকৃতি দাবির অন্তরালে দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন। 

শনিবার (৯ আগস্ট) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে পার্বত্য চট্টগ্রাম বৈষম্যবিরোধী সাধারণ শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী বিভিন্ন উপজাতিরা ১৯৯৭ সালের শান্তি চুক্তিতে নিজেদের উপজাতি হিসেবে দাবি করলেও ২০০৭ সালে ইউএন ডিক্লারেশনের পর থেকে এই উপজাতিরাই দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে আবার নতুন করে নিজেদের আদিবাসী হিসেবে দাবি করছে।

তারা বলেন, আদিবাসী হওয়ার জন্য একটি ভূখন্ডের আদি বাসিন্দা হওয়া অত্যাবশ্যক। কিন্তু বাংলাদেশের কোনো উপজাতি জনগোষ্ঠীই এদেশের আদি বাসিন্দা নয়। তাদের আদিবাস ছিলো আরাকান, মায়ানমার, ভারতের ত্রিপুরাসহ বিভিন্ন জায়গায়। তাই তারা বাংলাদেশের অদিবাসী নয় বরং তারা উপজাতি ও ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী। দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করে তুলতেই আদিবাসী স্বীকৃতি দাবি করা হচ্ছে বলেও অভিযোগ করেন বক্তারা।

তাদের এই দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে গণমাধ্যমসহ দেশের মানুষকে সজাগ থাকার আহ্বানও জানানো হয় মানববন্ধন থেকে। 
 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2