‘বাংলাদেশের মানুষের মনে প্রশ্ন রয়ে গেছে আদৌ নির্বাচন হবে কি না’

রাঙ্গামাটিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। ‘আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ' প্রতিপাদ্যে রাঙ্গামাটিতে হাজার হাজার আদিবাসী জনগোষ্ঠী তাদের অধিকার আদায়ের আন্দোলনে সমিল হয়। শনিবার (৯ আগস্ট) সকালে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির উদ্যোগে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটির প্রাক্তন সংসদ সদস্য ঊষাতন তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক সদস্য ও নারী সংস্কার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান। আদিবাসী দিবসের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষক ও লেখক গবেষক শিশির চাকমা।
আলোচনা সভার পর রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। আদিবাসী জনগোষ্ঠী তাদের নিজেদের ঐতিহ্যবাহী পোশাকে এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি রাঙ্গামাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার বলেন, পার্বত্য অঞ্চলের মানুষ আজো নিপীড়ন-নির্যাতনের মধ্যে দিয়ে আছে। তারুণ্যের জয়গানের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ রচিত হলেও পাহাড়ের আদিবাসীরা এখনো শোষণ-বঞ্চনা ও লাঞ্ছনার শিকার হচ্ছে আদিবাসী জনগোষ্ঠী।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মের হাত ধরে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি তা কতটুকু রক্ষা করতে পারছি। তিনি বলেন, আমেরিকা রাশিয়া এরা এখন পরাশক্তি। এদের এখন দৃষ্টি পড়েছে বাংলাদেশের বঙ্গোপসাগরে, মায়ানমারে দৃষ্টি পরেছে। তাইতো আমাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। প্রধান উপদেষ্ঠা সিইসিকে চিঠি লিখেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু, চিঠি লিখলেও মানুষের মনে প্রশ্ন রয়ে গেছে আদৌ নির্বাচন হবে কিনা। কেননা আমেরিকা কি চায় সেটার উপর নির্ভর করছে। তবে, ভারতেরও তো খেয়াল ও ইচ্ছা রয়েছে। তারাও ভিতরে ভিতরে পরাশক্তি। তাদের উপর এখন আমাদের ভাগ্য নির্ভর করছে। পুরো বাংলাদেশ এখন খেলার পুতুল হিসেবে পরিণত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে আদিবাসী নেতারা অবিলম্বে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির পাশাপাশি জাতিসংঘ ঘোষিত আদিবাসী বিষয়ক ঘোষণাপত্রে স্বাক্ষর আহ্বান জানান। বর্তমান সময়ের মধ্যে বাংলাদেশের আদিবাসীরা যদি তাদের অধিকারসহ আদিবাসী স্বীকৃতি না পায় তাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করার হুশিয়ারি দেওয়া হয়।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: