• NEWS PORTAL

  • শনিবার, ০৯ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

পদ্মার এক রুইয়ের দাম ৪৯ হাজার

প্রকাশিত: ১৩:৫৩, ৯ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
পদ্মার এক রুইয়ের দাম ৪৯ হাজার

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার মৎস্য আড়তে ১৫ কেজি ওজনের পদ্মা নদীর একটি রুই মাছ সাড়ে ৪৯ হাজার টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া ১২ কেজি ও ৭ কেজি ওজনের দুটি চিতল বিক্রি হয়েছে ৩৯ হাজার ৩০০ টাকায়।

শনিবার (৯ আগস্ট) ভোরে দৌলতদিয়া মৎস্য আড়তের আড়তদার দুলাল চালাকের ছেলে রেজাউল চালাকের আড়ত ও দেলোয়ারের আড়ত থেকে উন্মুক্ত নিলামে মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন ভোরে দৌলতদিয়া বাস টার্মিনালের পাশে মাছের আড়ত বসে। সেখানে নদী থেকে ধরে আনা তরতাজা মাছগুলো জেলেরা বিক্রির জন্য নিয়ে আসেন। আজ ভোরে এক জেলে নদীর ১৫ কেজি ওজনের একটি বড় রুই মাছ বিক্রির জন্য রেজাউলের আড়তে নিয়ে আসেন। পরে মাছটি বিক্রি জন্য উন্মুক্ত নিলাম উঠলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ৩ হাজার ৩০০ টাকা কেজি দরে ৪৯ হাজার ৫০০ টাকায় মাছটি স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ কিনে নেন।

অপরদিকে, দেলোয়ারের আড়ত থেকে ১২ কেজি ও ৭ কেজি ওজনের দুটি চিতল মাছ উন্মুক্ত নিলামে উঠলে একই ব্যক্তি ১২ কেজির চিতল মাছটি ২ হাজার ৪০০ টাকা কেজি দরে ২৮ হাজার ৮০০ টাকায় ও ৭ কেজি ওজনের চিতল মাছটি ১০ হাজার ৫০০ টাকায় কিনে নেন।

স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ গণমাধ্যমকে বলেন, পদ্মার রুই মাছের ভালো চাহিদা রয়েছে। সচারাচর বড় সাইজের রুই মাছ খুব কম পাওয়া যায়। আজ ভোরে মাছ বাজারে ১৫ কেজি ওজনের রুই মাছ বিক্রির জন্য উঠলে আমি সেটা ৪৯ হাজার ৫০০ টাকায় কিনে নিয়েছি। এ ছাড়া উন্মুক্ত নিলামে ১২ কেজি ও ৭ কেজি ওজনের দুটি চিতল মাছ ৩৯ হাজার ৩০০ টাকা দিয়ে কিনেছি। মাছগুলো বিক্রির জন্য যোগাযোগ করা হচ্ছে। সামান্য লাভ রেখে মাছটি বিক্রি করে দেবো।

জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা গণমাধ্যমকে বলেন, সম্প্রতি পদ্মা নদীতে জেলেদের জালে বড় আকারের বিভিন্ন মাছ ধরা পড়ছে, যা তাদের জন্য লাভজনক হচ্ছে।


 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2