খাগড়াছড়িতে বাস উল্টে নিহত দুই, আহত ৩০

খাগড়াছড়ির মাটিরাঙায় শান্তি পরিবহনের একটি বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ৩০ যাত্রী। আহতদের খাগড়াছড়ি ও মাটিরাঙা হাসপাতালে চিকিৎসা চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সোয়া ১১টার দিকে আলুটিলা পাহাড় নামার সাপমারা এলাকায় আসার সময় সামনের চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায় বাসটি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যায়।
খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার কথা নিশ্চিত করেন।
আহত যাত্রীরা জানায়, চালক বেপরোয়া গতিতে গাড়ী চালাচ্ছিলো। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে।
খাগড়াছড়ি পরিবহন মালিক গ্রুপের সাধারন সম্পাদক রোকন উদ্দিন জানান, শান্তি পরিবহনের বাসটি বাঘাইহাট থেকে ৩৬ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলো।
বিভি/এসজি
মন্তব্য করুন: