• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

দেড়শ কেজি ইলিশ জব্দ, মাদরাসা ও এতিমখানায় দিলো প্রশাসন

প্রকাশিত: ১৫:১৯, ২৪ অক্টোবর ২০২৫

আপডেট: ১৫:৪১, ২৪ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
দেড়শ কেজি ইলিশ জব্দ, মাদরাসা ও এতিমখানায় দিলো প্রশাসন

ছবি: জব্দ করা মাছ উপজেলার বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ কিনে ফেরার পথে চার ক্রেতাকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে জব্দ করা প্রায় ১৫০ কেজি মাছ উপজেলার বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। 

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াজেদ ওয়াসিফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ জনকে দশ হাজার টাকা ও একজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন। 

পুলিশ সূত্রে জানা গেছে, শরীয়তপুর জেলার জাজিরা এলাকা হতে ইলিশ কিনে শুক্রবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার হাসাইল এলাকা থেকে  ১৫০ কেজি ইলিশ কিনে নিয়ে ফিরছিলো চার ব্যক্তি। এ সময় ওই এলাকার নদীর পাড়ে টঙ্গীবাড়ী থানার ওসি মো. সাইফুল আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাদের মাছসহ আটক করা হয়।

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম গণমাধ্যমকে বলেন, নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ মাছ কিনে নিয়ে যাচ্ছিল ৪ ব্যক্তি। তাদের ১৫০ কেজি ইলিশসহ জব্দ করা হয়। কিছু অসাধু জেলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পদ্মা নদীতে মাছ শিকার করে তা নদীর পাড়ে বিক্রি করে। তাদের ঠেকাতে শুক্রবার সকালে টঙ্গীবাড়ী থানার কিছু চৌকস পুলিশ অফিসার সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে মাছ ক্রেতা সিরাজ, ইকবাল, রাকিবকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের ১৫০০০ টাকা জরিমানা করা হয়েছে। 

টঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াজেদ ওয়াসিফ গণমাধ্যমকে বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ কেনায় ৪ জনকে আটক করা হয়। পরে তাদের অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এছাড়া তাদের কাছ থেকে জব্দ করা মাছ, উপজেলার বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2