মালবাহী ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ট্রেইলরের সংঘর্ষ, নিহত ১
চট্টগ্রাম মহানগরীর সাগরিকায় মালবাহী ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ট্রেইলরের সংঘর্ষে শামসুল হাই নামে এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। লাইনটি শুধু বন্দরের মালবাহী ট্রেন ও কনটেইনার পরিবহনের জন্য ব্যবহার হয়।
জানা গেছে, রোহিঙ্গাদের জন্য চালবাহী ট্রেইলরটি রেললাইনে ঢুকে চলন্ত মালবাহী ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। আর ট্রেইলেরর নিচে চাপা পড়ে নিহত হন নিরাপত্তা প্রহরী শামসুল হাই। তার বাড়ি মহানগরীর পাহাড়তলীর দিদার কলোনিতে।
শামসুল হক স্থানীয় দোকানগুলোর নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করতেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় ট্রেনের লোকোমাস্টার মনিরুল ইসলাম ও সহকারী লোকোমাস্টার মো. আলমগীর আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রেলওয়ে জানায়, চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড থেকে ভোর ৪টায় ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। মাত্র ২০ মিনিট পর সাগরিকার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের পাশে এসে ট্রেইলেরটি হঠাৎ রেললাইনে ঢুকে সরাসরি ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দেয়। এতে ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর বাকি বগিগুলো সিজিপিওয়াই স্টেশনে ফিরিয়ে আনা হয়।
চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁঞা জানান, দুর্ঘটনার পর রেলওয়ে কর্মকর্তাদের একটি উচ্চপর্যায়ের দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। গেট ব্যারিয়ার ভেঙে ট্রেইলরটি ট্রেনের সামনে চলে আসে। ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গেটম্যান দায়িত্বে ছিলেন তবে তার গাফিলতি ছিল কি না, তা তদন্তে জানা যাবে।
বিভি/এসজি




মন্তব্য করুন: