• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

দেশের ইতিহাসে রেকর্ড ৬২৬ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

প্রকাশিত: ১৫:২৩, ২৫ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
দেশের ইতিহাসে রেকর্ড ৬২৬ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

মুন্সীগঞ্জে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে রেকর্ড পরিমাণ; প্রায় ৬২৬ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১১টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলা ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে মুন্সীগঞ্জের মুক্তারপুর সংলগ্ন ডিঙ্গাভাঙ্গাসহ বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ছয়টি গোডাউন ও ছয়টি জাল তৈরির কারখানা তল্লাশি করে প্রায় ১৭ কোটি ৯০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসব জালের বাজারমূল্য প্রায় ৬২৬ কোটি ৫৯ লাখ টাকা বলে জানায় কোস্ট গার্ড।

বাংলাদেশ কোস্ট গার্ড পাগলা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট রাকিবুল ইসলাম রনি জানান, মৎস্যসম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ, মা ইলিশ সংরক্ষণ ও অবৈধ জাল নিধনে কোস্ট গার্ডের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত জালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2