চট্টগ্রামের দুর্বত্তের গুলিতে আলমগীর নামে এক যুবক খুন
ছবি: নিহত আলমগীর
চট্টগ্রামের রাউজানে দুর্বত্তের গুলিতে আলমগীর নামে এক যুবক খুন হয়েছেন।
শনিবার (২৫ অক্টোবর) বিকালে রাউজান উপজেলার রশিদের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কয়েকজন দৃর্বৃত্ত নিহত আলমগীরের পথ আটকে গুলি করে পালিয়ে যায়। তবে কী কারণে এ হত্যাকাণ্ড এবং কারা এ ঘটনা ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, নিহত আলমগীর বিএনপি নেতা গোলাম আকবর খোন্দকারের অনুসারী ছিলেন।
বিভি/এআই




মন্তব্য করুন: