• NEWS PORTAL

  • বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

রাজশাহীতে হত্যা মামলা, আসামি সাতক্ষীরা থেকে গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১১, ২৯ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
রাজশাহীতে হত্যা মামলা, আসামি সাতক্ষীরা থেকে গ্রেফতার

রাজশাহীর চারঘাট থানার চাঞ্চল্যকর মোস্তফা শেখ হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি মোঃ রফিক শেখকে সাতক্ষীরা শ্যামনগর থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। শ্যামনগর উপজেলার শংকরকাটি গ্রাম থেকে মঙ্গলবার র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্প এবং র‌্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। বুধবার (২৯ অক্টোবর) সকালে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গ্রেফতারকৃত হত্যা মামলার আসামি মোঃ রফিক শেখ (৪৮) রাজশাহী জেলার চারঘাট থানার বালাদিয়াড় গ্রামের মৃত রহমতুল্লাহ শেখের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, রাজশাহীর চারঘাট থানার চাঞ্চল্যকর মোস্তফা শেখ হত্যা মামলার অন্যতম দুই নম্বর আসামি রফিক শেখ শ্যামনগর উপজেলার শংকরকাটি গ্রামে আত্মগোপনে রয়েছে; এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্প এবং র‌্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির সদস্যরা সেখানে যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

র‌্যাব আরও জানায়, চলতি বছরের গত ২১ অক্টোবর তারিখে বিরোধীয় জমিজমার ভাগ-বণ্টনকে কেন্দ্র করে রফিক শেখসহ অন্যান্য আসামিরা একই এলাকার মোস্তফা শেখকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে, আহত মোস্তফা শেখকে উদ্ধার করে হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে রাজশাহীর চারঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2