• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে ‘কালি নিক্ষেপ’, এলাকায় চাঞ্চল্য

প্রকাশিত: ১৩:১৪, ২৫ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে ‘কালি নিক্ষেপ’, এলাকায় চাঞ্চল্য

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে কালি নিক্ষেপ করে কে বা কারা ঢেকে দিয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার এক স্কুলের সামনে থাকা এই স্মৃতিস্তম্ভে সোমবার রাত থেকে ভোর নাগাদ কোনো একসময় এ ঘটনা ঘটে বলে জানায় স্থানীয়রা। এ নিয়ে এলাকায় বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, চিনাইর আঞ্জুমান আরা স্কুল অ্যান্ড কলেজের সামনে একটি শহীদ মীর মুগ্ধ স্মৃতিস্তম্ভ রয়েছে।

৫ আগস্টের পর শেখ মুজিবুর রহমানে ছবি ক্ষতিগ্রস্ত হলে ওই স্তম্ভে মীর মুগ্ধের ছবি বসানো হয়।

একাধিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, দুই দিন আগে হয়ে যাওয়া একটি অনুষ্ঠান ঘিরে চিনাইরে বিরোধ চলছিল। এ নিয়ে সেখানে উত্তেজনা চলছে। এরই জের ধরে এ ঘটনা ঘটিয়ে কাউকে ফাঁসানোর চেষ্টা করা হতে পারে।

মুগ্ধমঞ্চ তৈরির অন্যতম উদ্যোক্তা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জল আহমেদ বলেন, আমরা খুবই মর্মাহত। এর ঘটনার মাধ্যমে জুলাইয়ের চেতনাকে আঘাত করা হলো। আমরা এর বিচার চাই।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2