• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬

যুবদল নেতা এ আর মামুনের উদ্যোগে মঠবাড়িয়ায় নির্মিত হলো ২ ব্রিজ

প্রকাশিত: ২১:৩৯, ১২ জানুয়ারি ২০২৬

আপডেট: ২১:৩৯, ১২ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
যুবদল নেতা এ আর মামুনের উদ্যোগে মঠবাড়িয়ায় নির্মিত হলো ২ ব্রিজ

ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত হয়ে দীর্ঘ ছয় বছর ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা দুটি গুরুত্বপূর্ণ ব্রিজ অবশেষে স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হয়েছে। এতে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধনীসাফা ও মিরুখালী ইউনিয়নের অন্তর্ভুক্ত সাতটি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষের যাতায়াত দুর্ভোগের অবসান ঘটেছে।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে ওই ব্রিজ দুটির উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক এ আর মামুন খান।

স্থানীয় বাসিন্দারা জানান, ঘূর্ণিঝড় আম্ফানের ৬ বছর পেরিয়ে গেলও পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধনীসাফা ও মিরুখালী ইউনিয়নে আলগীপাতাকাটা খাল ও বাদুরা খালের ওপর ভাঙ্গা ব্রিজ দুটি পুনর্নির্মাণ না হওয়ায় ৭টি গ্রামের অন্তত ১৫ হাজার মানুষ ভোগান্তিতে ছিলেন।

মঠবাড়িয়া উপজেলার ধনীসাফা ইউনিয়নের আলগীপাতাকাটা খালের ওপর ৭৫ ফুট দৈর্ঘ্য ও মিরুখালী ইউনিয়নে বাদুরা খালের ওপর ২৫ ফুট দৈর্ঘ্য কাঠের ব্রিজ দুটি কয়েক বছর ধরে ভাঙ্গা থাকায় স্কুল-মাদ্রাসা, বাজার এবং ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াতকারী হাজার হাজার পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছিলেন। বিষয়টি স্থানীয় যুবদলের নজরে আসে। নিজেদের উদ্যোগে ইউনিয়নের যুবদলের নেতাকর্মীরা ব্রিজ দুটি পুনর্নির্মাণের ব্যবস্থা করেন।

কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক এ আর মামুন খান বলেন, ঘূর্ণিঝড় আম্ফানে সেতু দুটি ভাঙার কারণে হাজার হাজার মানুষের দুর্ভোগের বিষয়টি স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে নজরে আসে। পরে সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে সেতু দুটি নির্মাণের উদ্যোগ নেয়া হয়। যুবদল কর্মীরা সবসময় জনগণের কল্যাণে কাজ করে যেতে চায় বলে জানান তিনি।

বিভি/এনএম

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2