• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রে আগুন, ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

প্রকাশিত: ০০:৩২, ১৩ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রে আগুন, ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বিদ্যুৎকেন্দ্রের টাউনশিপ সংলগ্ন স্ক্র্যাপ ইয়ার্ডে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘণ্টা পর রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

 

মহেশখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাম প্রসাদ সেন গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রের ক্র‍্যাব রাখার ভাগাড়ে আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিস্তারিত পরে জানানো হবে।

 স্ক্র্যাপ ইয়ার্ড থেকে অন্তত আধা কিলোমিটার দূরে ১ হাজার ২০০ মেগাওয়াট উৎপাদনক্ষম মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের অবস্থান।

স্থানীয়রা জানান, হঠাৎ করেই তারা বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন ব্রিজের ওপর থেকে দেখতে পান ভেতরে আগুন জ্বলছে। মাতারবাড়ী টাউনশিপের খোলা জায়গায় স্ক্র্যাপ ইয়ার্ড গড়ে তোলা হয়েছে। সেখানে তাপবিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত কাঠ, টিন, লোহার রডসহ বিভিন্ন মালামাল রাখা হয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2