• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬

যশোরে ৭৪ অবৈধ কাঠের চুল্লি গুড়িয়ে দিয়েছে প্রশাসন

রাজেক জাহাঙ্গীর, যশোর

প্রকাশিত: ২২:০৬, ১২ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
যশোরে ৭৪ অবৈধ কাঠের চুল্লি গুড়িয়ে দিয়েছে প্রশাসন

যশোরের অভয়নগরে অবৈধ চুল্লি ভেঙে গুড়িয়ে দিয়েছে প্রশাসন। সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত ৭৪টি চুল্লি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

অভয়নগর উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের নদীর পাড় ঘেঁষে গড়ে উঠা অবৈধ চুল্লি ভেঙে গুড়িয়ে দিতে খুলনা পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে স্থানীয় পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিস অংশ নেয়।

জানা যায়, এখানে দীর্ঘদিন ধরে অবাধে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে আসছিল প্রভাবশালীদের ছত্রছায়ায় একটি চক্র। বিভিন্ন বনজ ও ফলদ গাছ কেটে এসব চুল্লিতে কাঠ সরবরাহ করা হচ্ছিল। এই চুল্লিগুলো থেকে নির্গত ধোঁয়ায় ঝুঁকির মুখে পড়ে স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য। একই সঙ্গে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল পরিবেশ ও জীববৈচিত্র্য। এ অবস্থায় অবৈধ চুল্লিগুলো উচ্ছেদের দাবি ছিল স্থানীয়দের।

পরিবেশ অধিদপ্তর বলছে, অবৈধ এ ব্যবসা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2