সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে নবম শ্রেণির শিক্ষার্থীর হাতে খুন দশম শ্রেণির দুই শিক্ষার্থী

সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে পটুয়াখালীর বাউফলে নবম শ্রেণির শিক্ষার্থীর হাতে খুন হয়েছে দশম শ্রেণির দুই শিক্ষার্থী। আহত হয়েছে আরও এক শিক্ষার্থী।
বাউফলের ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ে বুধবার (২২ মার্চ) এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুই দিন আগে পায়ে পা লাগাকে কেন্দ্র করে স্কুলের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা একে অপরকে চর থাপ্পড় মারে।
এর জেরে গতকাল স্কুল ছুটির পর দশম শ্রেণির ছাত্র মারুফ, সিয়াম ও নাফিসের ওপর হামলা চালায় নবম শ্রেণির ছাত্র রায়হান, নাইম ও হাসিবুলসহ বেশ কয়েকজন।
এসময় ছুরিকাঘাতে গুরুতর আহত তিনজনের মধ্যে মারুফ ও সিয়ামকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
বিভি/রিসি
মন্তব্য করুন: