• NEWS PORTAL

  • রবিবার, ১০ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

শাম্মি আহমেদের প্রার্থিতা চেম্বার আদালতেও বাতিল

প্রকাশিত: ১৩:১০, ১৯ ডিসেম্বর ২০২৩

ফন্ট সাইজ
শাম্মি আহমেদের প্রার্থিতা চেম্বার আদালতেও বাতিল

শাম্মি আহমেদের প্রার্থিতা চেম্বার আদালতেও বাতিল হয়েছে। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে আপিল বিভাগে আবেদন করেছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বরিশাল-৪ আসনের শাম্মী আহমেদ। এর ফলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার তার কোনো সুযোগ থাকল না।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম হাইকোর্টের আদেশ বহাল রেখে আদেশ দেন। তার আইনজীবী শাহ মঞ্জরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে শাম্মীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোমতাজ উদ্দিন ফকির, অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক, অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা।

এর আগে, হাইকোর্ট প্রার্থিতা ফিরে পেতে রিট খারিজ করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল রাখেন হাইকোর্ট।

এ আসনে গত ২০১৯ সালের নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হওয়া পঙ্কজ নাথ, এবারে স্বতন্ত্র হিসেবে ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2