• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৫ অক্টোবরের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ

প্রকাশিত: ১৫:০০, ২০ জুলাই ২০২৫

আপডেট: ১৫:০০, ২০ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৫ অক্টোবরের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের এক মামলায় ওবায়দুল কাদের, আনিসুল হক, পলকসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট ১৫ অক্টোবর দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রবিবার (২০ জুলাই) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ নির্দেশ দেন।

সেইসাথে মানবতাবিরোধী আরেক মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ ২৩ জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ অক্টোবর। এছাড়াও আরও পাঁচটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়ে দিয়েছে ট্রাইব্যুনাল। 

এর আগে সকালে, মানবতাবিরোধী অপরাধের সাত মামলায় সাবেক এমপি, মন্ত্রী ও পুলিশ কর্মকর্তাসহ একযোগে ৩৯ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন সালমান এফ রহমান, আনিসুল হক, দীপু মণি, জুনায়েদ আহমেদ পলকসহ আরও বেশ কয়েকজন সাবেক মন্ত্রী, এমপি ও পুলিশ কর্মকর্তা। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন সময়ে সাবেক এই মন্ত্রী, এমপি ও পুলিশ কর্মকর্তাদের গ্রেফতার করা হয়। এদিন আদালতে কারাগারের ভেতরে হাসানুল হক ইনুর ভয়েস রেকর্ড করা অভিযোগ আদালতে তোলা হয়। তার অভিযোগ এটা অসৎ উদ্দেশে করা হয়েছে। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2