• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

হাইকোর্টের বিচারপতি নিয়োগে শুধু ৫৩ জনের ইন্টারভিউ, আইনি নোটিশ

প্রকাশিত: ২০:৩৬, ২১ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
হাইকোর্টের বিচারপতি নিয়োগে শুধু ৫৩ জনের ইন্টারভিউ, আইনি নোটিশ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি নিয়োগের জন্য শুধু ৫৩ জনের সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে। এ কারণে আইনি নোটিশ পাঠানো হয়েছে।‌

সোমবার (২১ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মাহদী জামান (বনি) ও অ্যাডভোকেট মশিউর রহমান এই নোটিশ পাঠান।‌ 

নোটিশে আইন সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এবং সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সচিবকে বিবাদী করা হয়েছে। নোটিশ পাওয়ার তিনদিনের মধ্যে বিচারপতি নিয়োগের জন্য সব আবেদনকারীর সাক্ষাৎকার গ্রহণের অনুরোধ করা হয়েছে। অন্যথায় আইনগত প্রতিকার পাওয়ার জন্য যথাযথ আদালতের শরণাপন্ন হবে বলে নোটিশে জানানো হয়েছে।‌

নোটিশে আরও বলা হয়, গণবিজ্ঞপ্তির শর্ত পূরণ করে ৩০০ জনের অধিক দরখাস্ত করলেও কেবল ৫৩ জনকে সাক্ষাৎ করার জন্য ডাকায় তা রহস্যজনক। বিষয়টি বৈষম্যমূলক। শুধু ৫৩ জনকে ভাইভা বোর্ডে ডাকা এবং বাকিদের না ডাকা সংবিধানের সমতার বিধান ও সমান সুযোগের বিধানের সাথে সাংঘর্ষিক। 

অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সম্মানিত একজন সদস্যের স্ত্রী ইন্টারভিউ দিয়েছেন যা কনফ্লিক্ট অব ইন্টারেস্ট দোষে দুষ্ট। এ ছাড়া পতিত স্বৈরাচারের দোসরদের কোন বিবেচনায় ডাকা হয়েছে তা অজানা।‌ পুরো বিষয়টি ২০২৪ বিপ্লবের স্পিরিটের সাথে সাংঘর্ষিক বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2