• NEWS PORTAL

  • সোমবার, ২১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বিমানবন্দর থেকে প্রায় ২ কোটি টাকার স্বর্ণসহ আটক ২

প্রকাশিত: ০৮:০৬, ২০ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
বিমানবন্দর থেকে প্রায় ২ কোটি টাকার স্বর্ণসহ আটক ২

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫৭৭ গ্রাম স্বর্ণালঙ্কারসহ মো. শরীফুল আলম (৩০) ও মো. জুবায়ের (৩৬) নামে দুইজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দরের আগমনী ১ নং ও ২ নং ক্যানোপীর মাঝখান এলাকা থেকে ওই দুইজনকে এয়ারপোর্ট এপিবিএন ফোর্স আটক করে।

এ সময় আটককৃত একটি সিলভার রংয়ের প্রাইভেটকার থেকে ১৩টি কফি কালারের ছোট ব্যাগের ভিতর হতে সর্বমোট ১৫৭৭ (এক হাজার পাঁচশ সাতাত্তর) গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

স্বর্ণালঙ্কার জব্দতালিকা মূলে জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৯২ লাখ ৩৯ হাজার চারশ টাকা। স্বর্ণালংকারগুলোর মান ২২ ক্যারেট আসামি মো. শরীফুল আলম ও মো. জুবায়েরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত স্বর্ণালংকারগুলো বিভিন্ন দেশ হতে অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনয়ন করে। আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সাথে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছে। আটকৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় শনিবার সন্ধ্যায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।  

এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে কাজ এয়ারপোর্ট এপিবিএন কাজ করে। সাম্প্রতিক সময়ে স্বর্ণ চোরাচালানের তৎপরতা অতীতের তুলনায় বৃদ্ধি পেয়েছে। বিমানবন্দর ব্যবহার করে যেকোন চোরাচালান রোধে আমরা সর্বোচ্চ সতর্ক আছি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2