• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

সাতক্ষীরায় মাদ্রাসা শিক্ষকের কোপে ছাত্রের মা আহত 

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫২, ২৮ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
সাতক্ষীরায় মাদ্রাসা শিক্ষকের কোপে ছাত্রের মা আহত 

সাতক্ষীরার তালায় মাদ্রাসা শিক্ষকের কোপে এক ছাত্রের মা গুরুতর আহত হয়েছেন। ওই নারী বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তালা উপজেলার আড়ংপাড়া আকিজ কওমিয়া মাদ্রাসায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ওই মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়েরের পাশাপাশি তাকে গ্রেফতার করা হয়েছে।

মামলার বাদী ওই মাদ্রাসা ছাত্রের বাবা মো. আব্দুল হাকিম শেখ জানান, তার ছেলে ওবাইদুল্লাহ (৫) মাদ্রাসার প্লে শ্রেণির ছাত্র। পড়া না পারায় শিক্ষক হুজাইফা তাকে ব্যাপক মারধর করেন। এরপর বিষয়টি জানতে মাদ্রাসায় যায় তার স্ত্রী মেহেরুন নেছা ও লিমা খাতুন নামে দুই জন। এ সময় কথাকাটাকাটির একপর্যায়ে শিক্ষক হুজাইফা ও সহকারী কামাল হোসেন ধারালো অস্ত্র দিয়ে মেহেরুন নেছার মাথায় কোপ মারে। এতে তার মাথা গুরুতর রক্তাক্ত হয়। পরে বাম হাতের মধ্যমা আঙুল কেটে যায় এবং বৃদ্ধা আঙুলেও গভীর ক্ষত সৃষ্টি হয়। আহত মেহেরুনকে উদ্ধার করতে এগিয়ে আসা মেহেরজান বেগমকেও লোহার রড দিয়ে আঘাত করা হয়। স্থানীয়রা এসময় আহতদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় শিশুর পিতা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ইতিমধ্যে শিক্ষক হুজাইফা আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2