• NEWS PORTAL

  • শনিবার, ২৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারে, সাধারণের নাগালের বাইরে ইলিশ 

প্রকাশিত: ১৪:৫৪, ২৫ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারে, সাধারণের নাগালের বাইরে ইলিশ 

ফাইল ছবি

স্বস্তির কোনো বার্তা নেই নিত্যপণ্যের বাজারে। বেড়েছে তেল ও ডালের দাম। চালের দাম প্রায় দুই মাস আগে থেকে বাড়লেও এখনো তার কমার কোনো লক্ষণ নেই। ব্যবসায়ীদের মতে, দেশের বাইরে থেকে চাল আমদানি হলে ভাঙবে চালের বাজারের সিন্ডিকেট। এদিকে, সাধারণ মানুষের নাগালের বাইরে স্বপ্নের ইলিশ।

বাঙালির স্বপ্নের ইলিশ কিনতে গিয়ে বাক-বিতণ্ডা। ১ কেজি ওজনের ইলিশ গত বছরের তুলনায় বিক্রি হচ্ছে ১ হাজার টাকা বেশি দরে দুই হাজার ৪০০ টাকায়। সব ধরণের মাছের দামই চড়া। ব্যবসায়ীরা বলছেন, আমদানি কম হওয়ায় দাম বেশি। 

এদিকে, সবজির দাম বেশি হওয়ায় ক্রেতা কম রাজধানীর কাওরান বাজারে।   

এদিকে, এক মাসের বেশি সময় ধরে চালের দাম চড়া। নতুন চাল উঠলেও কমার কোনো লক্ষণ নেই। খেটে খাওয়া সাধারণ মানুষের নাগালের বাইরে মোটা চালও, কেজি প্রতি ষাট টাকা। এছাড়া সরু চাল কেজি প্রতি বিক্রি হচ্ছে ৮০ টাকার উপরে। তেল, মুসুর ডালসহ নিত্য পণ্যের দামও বাড়তি। গত সপ্তাহের তুলনায় কিছুটা স্বস্তি মুরগীর বাজারে। 

নিত্য পণ্যের দাম স্বাভাবিক রাখতে বাজার মনিটর জোরদার করার দাবি ভোক্তাদের। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2