‘সরকারের রেভিনিউ যারা ফাঁকি দিবে তাদেরকে ছাড় দেওয়া হবে না’

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান
সরকারের রেভিনিউ যারা ফাঁকি দিবে তাদেরকে ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহমান খান। শনিবার (২৬ জুলাই) দুপুরে চট্টগ্রাম কাস্টমস হাউজে কর্মকর্তা ও সিএন্ডএফ এসোসিয়েশনের নের্তৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, যারা দেশের অর্থনীতির ক্ষতি করবে, জনগণের সাথে প্রতারণা করবে তাদের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে এনবিআর। তিনি আরো বলেন কাস্টমস ম্যানেজমেন্টের জন্য নতুন সফটওয়্যার তৈরি করা হচ্ছে। আগামী এক বছরের মধ্যে এ কাজ সম্পন্ন হবে।
সেই সাথে ব্যবসায়ীরা যাতে আরো দ্রুত সেবা পায় তা নিশ্চিত করতে এনবিআর কাজ করে যাচ্ছে বলেও আশ্বস্থ করেন তিনি। এ সময় সিএনএফ নেতৃবৃন্দ অফডক সমূহে আমদানি পন্য খালাসে দীর্ঘসূত্রিতা সহ নানা সমস্যার কথা তুলে ধরেন।
বিভি/এজেড
মন্তব্য করুন: