• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

নজরুল বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হলো নাটক ‘দ্যা রুলস অব লাভ’

রোহান চিশতী, নজরুল বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ২২:২৬, ৫ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
নজরুল বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হলো নাটক ‘দ্যা রুলস অব লাভ’

ছবি: নজরুল বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হলো নাটক ‘দ্যা রুলস অব লাভ’

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হলো এলিফ শাফাক ও নাইজেল ওয়াটস্ এর উপন্যাস অবলম্বনে নাটক ‘দ্যা রুলস অব লাভ’। সূফী শামস তাবরিজ ও মাওলানা জালালুদ্দিন রুমির আধ্যাত্মিক ভালোবাসা এই নাটকটি নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অভিনয়ে মঞ্চায়িত হয়েছে। 

১ থেকে ৫ ডিসেম্বর প্রতিদিন কলা ভবনের নিচতলায় বিভাগটির জিয়া হায়দার ল্যাবে সন্ধ্যা ৬:৩০ মিনিটে নাটকটি প্রদর্শিত হয়। মূলত স্নাতক ৪র্থ বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার ‘অভিনয় অনুশীলন’ কোর্সের অংশ হিসেবে নাটকটি মঞ্চায়িত হয়। নাটকের নির্দেশনায় ছিলেন নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. মেহেদী তানজির। 

পাঁচ দিনব্যাপী মঞ্চায়িত হওয়া নাটকে প্রতিদিনই দেখা যায় দর্শকদের সমাগম। দর্শক সাড়িতে থাকা শিক্ষক ও শিক্ষার্থীরাও জানান ইতিবাচক প্রতিক্রিয়া। নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আমির হামযা বলেন, নাটকটা দেখার সময় একদম অন্য একটা ঘোরে চলে গিয়েছিলাম। নাটকটি খুবই প্রাণবন্ত ছিল। শুরু থেকে শেষ পর্যন্ত সবার অভিনয় খুব ভালো লেগেছে।

পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সায়মা আক্তার শোভা বলেন, অনেকদিন পরে ভালো লাগার মতো নাটক দেখলাম। সবার অভিনয় খুবই ভালো ছিল। আর, গল্পটাও খুব ভালো লেগেছে। বিশেষ করে সূফি দর্শনের দিকে অন্যরকম একটা দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে।

জানা যায়, এলিফ শাফাকের ‘ভালবাসার ৪০ নিয়ম’ এবং নাইজেল ওয়াটস এর ‘দ্যা ওয়ে অব লাভ’ উপন্যাসের সংমিশ্রণে নাটকটি নির্মাণ করা হয়েছে যেখানে ২০২৪ সালের এক ইহুদী নারীর সাথে একজন সুফি সাধকের লেখা উপন্যাস রিভিউ কালে গড়ে ওঠা হৃদ্যতা, সেই নারীর সুফিবাদের প্রতি ভালবাসার জন্ম এবং সুফি সাধকে পরিণত করে তোলার গল্প, পাশাপাশি ত্রয়োদশ শতাব্দীতে শামস-ই তাবরিজের সাথে আত্মাধীক মিলনের ফলে একজন শরিয়তপন্থী মাওলানা থেকে রুমির ভালবাসার কবি হয়ে ওঠার গল্প উপস্থাপিত হয়েছে। মূলত, আত্মোপলব্ধি থেকে দুই সময় ও পরিস্থিতির মানুষের জীবনে আল্লাহর প্রেমে একাত্ব হওয়ার গল্প প্রকাশ পায় নাটকটিতে।

নাটকটির নির্দেশক মো. মেহেদী তানজির বলেন, সমসাময়িক মানুষের জীবন সংকট থেকে ত্রয়োদশ শতাব্দীর জীবন সংকট এবং ঈশ্বর প্রাপ্তির তুলনামূলক মেলবন্ধন ঘটে এই নাটকের মাধ্যমে। প্যারালাল জার্নির মাধ্যমে এলা রুবিন্সটাইন এবং রুমির গন্তব্য এক পথে এসে দাঁড়ায়। ঐকান্তিক ইচ্ছা এবং অধ্যাত্মিক চর্চার মধ্যদিয়ে এই যাত্রা আপ্লূত করে আমাদের। সমসাময়িক জীবনের অস্থিরতা থেকে দূরে এসে আত্মোপলব্ধির এই যাত্রা ভিন্ন জীবনদর্শনে মোহিত করে, জীবনকে নতুন করে উপলব্ধির পথ সন্ধান দেয়। আমাদের কাছে প্রযোজনাটির সফলতা কিংবা ব্যর্থতার বাইরে এসে এর নির্মাণ প্রক্রিয়াটি একান্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 

নাটকটিতে অভিনয় করেছেন মো. শাকিল আহমেদ, রাফেল আফ্রাদ, পল্পব বিশ্বাস, পরাগ বর্মন, জাফরিন হক তরু, শাহিন আলম, ফাতেমা তুজ যাহরা/ইশরাত জান্নাত, মনীষা সাহা, হাবিবা আক্তার পিংকি, সামিয়া সুলতানা চারু, সুমাইয়া খান কানিজ, লাবনী রানী পন্ডিত, আফিয়া জাহান প্রার্থনা, ফারহানা আমবেরিন লিওনা, তৃপ্তি রানী রায়, পিপাসা সাহা গৌরী ও প্রিয়াঙ্কা রানী দাসসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এছাড়াও স্ক্রিপ্ট এডিটিংয়ে হাবিবা আক্তার পিংকি ও জাফরিন হক তরু, পরিকল্পনা সহযোগী খাইরুল বাশার, পোস্টার ডিজাইনে মাসুম হাওলাদার, আলোক প্রক্ষেপণে মোল্লা আলভী মাহমুদ, ইব্রাহিম খলিল আপেল, দেবজয় চক্রবর্তী, সংগীত প্রয়োগে মো. হাসান মিয়া, নুর এ হাসানাত লিসা এবং প্রজেকশনে শাশ্বত গোলদার দায়িত্ব পালন করেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2