• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি আত্মসাৎ ও দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ২০:৪৪, ২ জুলাই ২০২৫

আপডেট: ২০:৪৪, ২ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি আত্মসাৎ ও দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্নীতি ও বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। বুধবার (২ জুলাই) ইউরোপিয়ান ইউনিভার্সিটির গাবতলীস্থ স্থায়ী ক্যাম্পাসে বর্তমান এবং সাবেক ছাত্রদের উদ্যোগে সংবাদ সম্মেলনটি সংঘটিত হয়। এসময় বক্তারা বিশ্ববিদ্যালয়টির অবৈধভাবে দখল করে নেওয়া বর্তমান চেয়ারম্যান আহমেদ ফরহাদ খান তানিমের দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, অন্যায় ভাবে ছাটাইসহ আরো বিভিন্ন বিষয়সমূহ তুলে ধরেন।

বিষয়গুলোর মধ্যে রয়েছে- বিশ্ববিদ্যালয়ের শ্যামলি ক্যাম্পাসের ৩০ কোটি মুল্যের ১০ হাজার স্কয়ারফুটের ফ্লোর বিক্রি। ভুয়া এজিএম দেখিয়ে ট্রাস্টি বোর্ড থেকে জোরপূর্বক চারজনকে বাতিল করে নিজের স্ত্রীর ভগ্নিপতিসহ পরিবারের সদস্যদের নিয়ে ট্রাস্টি বোর্ড গঠন। জোরপূর্বক বিনা পূর্ব নোটিশে ৩০ জনের অধিক কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে অন্যায়ভাবে বরখাস্ত করা। প্রতিবাদী সাধারণ ছাত্রদের হুমকি, হামলা, মামলার ভয় দেখানো। অবৈধভাবে কোন মিটিং অনুমোদন ছাড়াই ভবনের সংস্কার করা এবং নিজের ভগ্নিপতিকে ঠিকাদারি দিয়ে ব্যবসা করা। নিজের অযোগ্য আত্মী-স্বজনদের অনৈতিকভাবে চাকরিতে নেওয়া।

সংবাদ সম্মেলন বক্তব্য রাখেন মো. শরীফুল ইসলাম (৪র্থ ব্যাচ, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট), মশিউর রহমান রাঙা (আইন বিভাগ), 
মেহেদি হাসান (আইন বিভাগ)। এছাড়াও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত থেকে ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও দ্রুত সমাধান চান।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2