ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে তালা

ছাত্রদল নেতা শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যর (২৫) হত্যার ঘটনায় উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাবি প্রশাসনের অর্ধবেলা শোক দিবস প্রত্যাখান করে 'সন্ত্রাসবিরোধী শিক্ষার্থী' ব্যানারে পূর্ণদিবস ধর্মঘট পালন করছে ঢাবি ছাত্রদলের নেতা-কর্মীরা। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সামাজিকবিজ্ঞান অনুষদ, কলা অনুষদের মূল গেট ও প্রশাসনিক ভবনে তালা দিয়েছে শাখা সংগঠনটির নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (১৫ মে) সকাল থেকে এই কর্মসূচি পালন করছেন তারা। পাশাপাশি কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে সাম্য হত্যার বিচার দাবি ও ঢাবি ভিসি-প্রক্টরের পদত্যাগ দাবিতে ভিসির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন নেতা-কর্মীরা।
কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ঢাবি শাখা ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া ঢাবি শাখা ছাত্রদল ছাড়াও ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ ও ঢাকা মহানগর ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত আছেন।
এদিকে ক্যাম্পাসে বহিরাগত এনে কর্মসূচি পালন এবং প্রশাসনিক ভবনের কার্যক্রমে বাধা, পরীক্ষায় ব্যাঘাত ঘটানোর অভিযোগে ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা। বেলা ২টা থেকে কয়েকটি বিভাগের পরীক্ষা থাকলেও তারা পরীক্ষা দিতে পারেনি। পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগে জানতে পারেন পরীক্ষা বাতিল করা হয়েছে। পাঠাগারে অধ্যয়নরত শিক্ষার্থীরাও তাদের শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটছে বলে অভিযোগ জানিয়েছে।
বাণিজ্য অনুষদের ই লাইব্রেরিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের চিৎকার করে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেয় ছাত্রদলের নেতা-কর্মীরা। নারী শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। এ ঘটনার প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ গ্রুপে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা।
বিভি/টিটি
মন্তব্য করুন: