• NEWS PORTAL

  • শনিবার, ১৭ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ইউনিভার্সেল মেডিকেলে মেডিসিন ক্লাবের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ১৭:৪০, ১৬ মে ২০২৫

ফন্ট সাইজ
ইউনিভার্সেল মেডিকেলে মেডিসিন ক্লাবের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইউনিভার্সেল মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো মেডিসিন ক্লাবের ২৬তম কেন্দ্রীয় বার্ষিক সম্মেলন। মেডিক্যাল ও ডেন্টাল শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশের অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী, একাডেমিক ও সামাজিক সংগঠন মেডিসিন ক্লাব-এর ২৬তম কেন্দ্রীয় বার্ষিক সম্মেলন শুক্রবার (১৬ মে) ঢাকার মহাখালীতে অবস্থিত ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

জানা যায়, দীর্ঘ ৪৪ বছরের ঐতিহ্যবাহী এই সংগঠন দেশের ৩৮টি মেডিকেল ও ডেন্টাল কলেজে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। স্বেচ্ছায় রক্তদান, টিকাদান, জনসচেতনতা বৃদ্ধি, অসহায় রোগীদের সহায়তা ও স্বাস্থ্যখাতে তরুণ নেতৃত্ব গড়ে তোলার মাধ্যমে মেডিসিন ক্লাব একটি সুপরিচিত নাম হয়ে উঠেছে।

সম্মেলনের দিনব্যাপী আয়োজনে ছিল- বর্ণাঢ্য উদ্বোধনী র‍্যালি, পায়রা ও বেলুন উড়ানোসহ বার্ষিক কার্যক্রম উপস্থাপনা, নতুন কেন্দ্রীয় কমিটির গঠন, সচেতনতামূলক আলোচনা সভা, কৃতজ্ঞতা সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘রক্তের বন্ধনে বাঁধা শত প্রাণ, প্রজ্ঞার সাধনে হোক মানবতার জয় গান’।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্ত্তী, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং মেডিসিন ক্লাব কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী। এছাড়াও আরও উপস্থিত ছিলেন হাসপাতালের মেডিকেল সার্ভিসেস ডিরেক্টর অধ্যাপক ডা. এ কে মাহবুবুল হক, ইউনিভার্সেল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. উত্তম কুমার পাল, মেডিসিন ক্লাব এর উপদেষ্টা ও ক্রিটিকাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ আব্দুল হান্নান, সহযোগী অধ্যাপক ডা খালেকুজ্জামান দীপু, উপদেষ্টা ডা. নাঈমুল হাকিম রুমি, ডা. গুলজার হোসেন উজ্জ্বল সহ হাসপাতালের বিভিন্ন বিভাগের কনসালটেন্টবৃন্দ, কেন্দ্রীয় ও ইউনিট পর্যায়ের মেডিসিন ক্লাব নেতৃবৃন্দ, মেডিকেল শিক্ষার্থী এবং স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সম্মেলনে ইউনিভার্সেল মেডিকেল কলেজ ইউনিটের বর্তমান প্রেসিডেন্ট ডা. ফুয়াদ হাসান ও জেনারেল সেক্রেটারি ডা. রায়হান নাজির আন্ত এর সভাপতিত্বে বক্তারা তাদের বক্তব্যে তরুণ চিকিৎসকদের মানবিকতা, নেতৃত্ব ও সমাজের প্রতি দায়বদ্ধ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক সহযোগিতায় বক্তারা বলেন, এই সম্মেলন শুধু বার্ষিক মিলনমেলা নয়, বরং তা একটি শক্তিশালী বার্তা বহন করে; স্বাস্থ্যসেবা মানেই কেবল চিকিৎসা নয়, এটি সমাজের প্রতি এক অঙ্গীকার।

সমাপনী পর্বে অতিথি শিল্পী ও মেডিকেল শিক্ষার্থীদের পরিবেশনায় সুর ও সাহিত্যের এক আবেগঘন সাংস্কৃতিক পরিবেশনা ছিল সম্মেলনের অন্যতম আকর্ষণ।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2