সাত কলেজের প্রশাসক হচ্ছেন অধ্যাপক ইলিয়াস

নতুন বিশ্ববিদ্যালয় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তত্ত্বাবধানে সমন্বিত কাঠামোর অধীনে চলবে রাজধানীর সরকারি সাত কলেজের কার্যক্রম। অন্তর্বর্তী এই প্রশাসকের নিয়োগ পেতে যাচ্ছেন ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। এ লক্ষ্যেই আগামী ২ বছরের জন্য অধ্যক্ষ পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করেছে শিক্ষা মন্ত্রণালয়।
রবিবার (১৮ মে) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আবু সালেহ মোঃ মাহফুজুল আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী অধ্যাপক এ কে এম ইলিয়াস (পরিচিতি নম্বর: ০১০৪)-কে তাঁর অভোগকৃত অবসরোত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ০২ (দুই) বছর মেয়াদে ঢাকা কলেজের অধ্যক্ষ পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
ইউজিসি ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুই বছরের জন্য ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে (চুক্তিভিত্তিক) অধ্যাপক এ কে এম ইলিয়াসকে নিয়োগ দেওয়া হয়েছে। এরপর শিক্ষা মন্ত্রণালয় তাকে অন্তর্বর্তী প্রশাসক হিসেবে নিয়োগ দেবে। এ নিয়োগ প্রক্রিয়ার মধ্যদিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাত কলেজের পৃথকীকরণের মাধ্যমে নতুন ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের পথে অগ্রযাত্রা শুরু হবে। অন্তর্বর্তী প্রশাসনের প্রধান দপ্তর হবে ঢাকা কলেজে।
সাত কলেজের সমন্বয়ে নতুন এ বিশ্ববিদ্যালয়টি চলবে ‘হাইব্রিড মডেলে’। এখানে ৪০ শতাংশ ক্লাস অনলাইনে বাকি ৬০ শতাংশ ক্লাস হবে সশরীরে। এখানে একটি কলেজেই সকল বিষয়ে ক্লাস হবে না। এক বা একাধিক কলেজে অনুষদভিত্তিক ক্লাস হবে।
এ বিষয়ে অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, প্রশাসক নিয়োগের বিষয়টি ও চুক্তিভিত্তিক। এখানে চুক্তির কপিতে সই করতে হয়। এটা অলরেডি দেওয়া হয়ে গেছে। এরপর মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপণ জারি হবে। আর নতুন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী প্রশাসনের প্রশাসক হিসেবে এখন থেকে কার্যক্রম শুরু হবে।
উল্লেখ্য, রাজধানীর সরকারি সাতটি কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহিদ সোহরাওয়ার্দী কলেজ এবং মিরপুর বাঙলা কলেজ।
বিভি/এজেড
মন্তব্য করুন: