শিক্ষককে মারধরের প্রতিবাদে শাবিপ্রবির শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ছবি: সংগৃহীত
শিক্ষককে মারধরের অভিযোগ ও ঘটনার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
রবিবার (১৮ মে) রাত ১১ টা থেকে তারা সিলেট-সুনামগঞ্জ সড়কে অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এর আগে তারা ক্যাম্পাস ও সড়কে খন্ড খন্ড মিছিল করে। রাত সাড়ে ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম ও খানিজ প্রকৌশল বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম নগরীর আখালিয়া এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল গিয়ে শফিকুল ইসলামকে বহনকারী প্রাইভেট কারে ধাক্কা দেয়। এতে প্রতিবাদ করায় মোটরসাইকেলে থাকা যুবকরা ওই শিক্ষককে মারধর করেন।
খবর পেয়ে রাতেই ওই এলাকায় যান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ঘটনার প্রতিবাদে তারা আখালিয়া এলাকায় বিক্ষোভ করেন। পরে রাত ১১ টার দিকে বিশ্ববিদ্যালয় ফটকে সিলেট-সুনামগঞ্জ সড়কে অবস্থান নেয়। রাত দেড়টার দিকে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। অভিযুক্ত যুবকদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
বিভি/এআই
মন্তব্য করুন: