• NEWS PORTAL

  • সোমবার, ১৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দেশে প্রথমবারের মতো অক্সফোর্ড-একিউএ প্রাক-প্রাথমিক শিক্ষা কারিকুলাম চালু

প্রকাশিত: ১৪:৩৮, ১৯ মে ২০২৫

আপডেট: ১৪:৩৯, ১৯ মে ২০২৫

ফন্ট সাইজ
দেশে প্রথমবারের মতো অক্সফোর্ড-একিউএ প্রাক-প্রাথমিক শিক্ষা কারিকুলাম চালু

দেশের অন্যতম দুটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান উইটন ও গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুল প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু করল আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং গবেষণাভিত্তিক অক্সফোর্ড-একিউএ প্রাক-প্রাথমিক শিক্ষা কারিকুলাম। এ কারিকুলাম দুই থেকে পাঁচ বছর বয়সি শিশুদের জন্য প্রণীত একটি কাঠামোবদ্ধ ও গবেষণাভিত্তিক পাঠ্যক্রম। এটি যুক্তরাজ্যের স্বীকৃত প্রাথমিক স্তরের শিক্ষা কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে প্রয়োগ হচ্ছে। 

এই পাঠ্যক্রমে শিশুর শারীরিক, মানসিক, সামাজিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ৭টি মূল ক্ষেত্রে শিক্ষার্থীদের বিকাশে কাজ করে এই কারিকুলাম। তা হচ্ছে- ব্যক্তিগত, সামাজিক ও মানসিক বিকাশ, ভাষা ও যোগাযোগ দক্ষতা, শারীরিক দক্ষতা, সাহিত্য ও পঠন অভ্যাস, প্রাথমিক গণিত ও যৌক্তিক চিন্তা, পরিবেশ ও বিশ্ব সম্পর্কে জ্ঞান, শিল্প ও সৃজনশীলতা।

এই পাঠ্যক্রমের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো-শিশুকেন্দ্রিক অনুসন্ধানভিত্তিক শিক্ষা পদ্ধতি এবং আন্তর্জাতিক মানের মূল্যায়ন কাঠামো। শিশুরা এখানে শেখে আনন্দের মাধ্যমে, নিজের গতিতে এবং আত্মবিশ্বাসের সঙ্গে, যা শিশুর বিকাশে বিশ্বমানের ভিত্তি।

২০১৭ সালে প্রতিষ্ঠিত উইটন ইন্টারন্যাশনাল স্কুল দেশের অন্যতম শ্রেষ্ঠ ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান। রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত এই প্রতিষ্ঠানে প্লে-গ্রুপ থেকে এ লেভেল পর্যন্ত পাঠদান করা হয় ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল কারিকুলাম অনুসারে। শিক্ষার্থীদের পাঠ্যক্রমে রয়েছে ইংরেজি, গণিত, বিজ্ঞান, আইসিটি, আরবি ভাষা, ইসলামি স্টাডিজ এবং উচ্চতর পর্যায়ে সামাজিক ও মানবিক বিষয়াবলি।

এ প্রতিষ্ঠান থেকে প্রতিবছর ক্যামব্রিজ ও লেভেল, এ লেভেল পরীক্ষায় শিক্ষার্থীরা অসাধারণ সাফল্য অর্জন করছে। এখানে রয়েছে সম্পূর্ণ হিফজুল কোরআন কর্মসূচি। প্রতিবছর শিক্ষার্থীরা সম্পূর্ণ কোরআন মুখস্থ করে। এ ছাড়া বিশুদ্ধ আরবি ভাষা চর্চা, ইসলামি জীবনব্যবস্থার শিক্ষা ও নৈতিকতা গঠনে কার্যকর কর্মসূচিও রয়েছে। জীবনদক্ষতা, বক্তব্য উপস্থাপন, বিতর্ক, রোবট নির্মাণ এবং নেতৃত্ব গঠনের প্রশিক্ষণের ব্যবস্থাও রয়েছে। 

২০২১ সালে রাজধানীর গুলশানে যাত্রা শুরু করে গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুল। এটি উইটনের আদর্শ ও মান অনুসরণ করে গঠিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে প্লে-গ্রুপ থেকে এ লেভেল পর্যন্ত ধর্মীয় ও আন্তর্জাতিক পাঠ্যক্রমের সমন্বয়ে পাঠদান করা হয়। প্রতিষ্ঠানটিতে রয়েছে হিফজুল কোরআন বিভাগ, বিজ্ঞানভিত্তিক শিক্ষা (এসটিইএম), ব্যক্তিত্ব উন্নয়ন, চিত্রকলাসহ সৃজনশীল কার্যক্রম এবং নৈতিকতা শিক্ষা, যা শিশুদের শরীর, মন ও আত্মার পূর্ণ বিকাশ নিশ্চিত করে।

অক্সফোর্ড-একিউএ কর্মসূচির কোন দিকটি বাংলাদেশের শিশুদের জন্য সবচেয়ে কার্যকর জানতে চাইলে অক্সফোর্ড-একিউএর ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড্রু কুম্ব বলেন,‘অক্সফোর্ড AQA প্রোগ্রামের মধ্যে বিশেষ করে ‘Personal, Social and Emotional Development’ (PSED) মডিউলটি বাংলাদেশের শিশুদের জন্য অত্যন্ত কার্যকর। এটি শিশুদের আত্মবিশ্বাস, সামাজিক দক্ষতা ও মানসিক স্থিতিশীলতা গড়ে তুলতে সহায়ক হবে। শিশুদের ভবিষ্যতের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে এই মডিউলটি প্রস্তুত করবে।’

এই কারিকুলাম দীর্ঘ মেয়াদে বাংলাদেশের শিশু শিক্ষায় কী ধরনের প্রভাব ফেলবে? এবিষয়ে উইটন ও গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান ড. আবদুল্লাহ জামান বলেন, অক্সফোর্ড AQA-এর প্রি স্কুল প্রোগ্রাম ভবিষ্যতে বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করেন আব্দুল্লাহ জামান। তিনি বলেন, ‘এই কারিকুলাম শিশুদের শৈশব থেকেই একটি কাঠামোবদ্ধ ও গবেষণানির্ভর শিক্ষার ধারণা দেয়, যা শুধু একাডেমিক সাফল্য নয়, বরং তাদের সৃজনশীলতা, সামাজিক দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি শিক্ষার্থীদের বৈশ্বিক মানের শিক্ষার সঙ্গে যুক্ত করবে এবং তাদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সক্ষমতা বাড়াবে।’

সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত উইটন ইন্টারন্যাশনাল স্কুলের অডিটোরিয়ামে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং গবেষণাভিত্তিক অক্সফোর্ড-একিউএ প্রাক-প্রাথমিক শিক্ষা কারিকুলাম উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য থেকে আগত অক্সফোর্ড-একিউএর ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড্রু কুম্ব। এতে সভাপতিত্ব করেন উইটন ও গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান ড. আবদুল্লাহ জামান।

অনুষ্ঠানে অক্সফোর্ড একিউএর ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড্রু কুম্ব বলেন, ‘বাংলাদেশে এই কারিকুলামের সূচনা আমাদের জন্য অত্যন্ত গর্বের। উইটন ও গাইডেন্সের মতো অগ্রসর প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করতে পেরে আমরা আনন্দিত। এই কারিকুলাম বাংলাদেশের প্রাক-প্রাথমিক শিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনবে।’

উইটন ও গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান ড. আবদুল্লাহ জামান বলেন, ‘আমরা বিশ্বাস করি, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হলো শিশুকে ভালোবাসা, আদর্শ এবং নৈতিকতার আলোকে গড়ে তোলা। অক্সফোর্ড-একিউএ আমাদের সেই লক্ষ্য অর্জনে একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অক্সফোর্ড-একিউএর প্রশিক্ষণ ও সহায়তা টিমপ্রধান ম্যাট ম্যাকগ্রেগর, বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ডিরেক্টর শাহিন রেজা, উইটন ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস প্রিন্সিপাল (জুনিয়র স্কুল) সৈয়দা মিরা তাবাসসুম, উইটন ইন্টারন্যাশনাল স্কুলের আর্লি ইয়ার্স অ্যান্ড জুনিয়র স্কুলের ভাইস প্রিন্সিপাল মহসিনা শারমিন নিশাত, পারভীন কাদের ও গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস প্রিন্সিপাল কর্নেল আলাউল কবির।
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2