• NEWS PORTAL

  • সোমবার, ২১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তরুণ লেখক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ১৭:১৯, ১৯ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে তরুণ লেখক সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরামের উদ্যোগ আজ শনিবার (১৯ জুলাই) ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে তরুণ লেখক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলন উদ্বোধন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম স্বাগত বক্তব্য দেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। দেশে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণের স্বপ্ন তরুণরাই পূরণ করতে পারে। এজন্য তরুণদের লেখালেখিসহ বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। লেখালেখি ও গবেষণার ক্ষেত্রে নির্মোহ থাকা জরুরি। বিভিন্ন পক্ষের মতামত যুক্তি-তর্কের মাধ্যমে বিশ্লেষণ করে লেখালেখি করতে হবে। লেখার মধ্যে সমসাময়িক প্রেক্ষাপটের যৌক্তিক প্রতিফলন থাকতে হবে।

সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। প্রদর্শনী, মাইম শো, সেমিনার, ক্যারিয়ার গঠন বিষয়ক আলোচনা সভা, প্রবন্ধ প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উপলক্ষ্যে প্রকাশিত ম্যাগাজিন ‘সরসিজ’-এর মোড়ক উন্মোচন করা হয়।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2