• NEWS PORTAL

  • রবিবার, ২৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

দুর্ঘটনায় নিহতদের স্মরণে দুইদিন বন্ধ থাকবে মাইলস্টোন কলেজ

প্রকাশিত: ১৫:৫৩, ২৬ জুলাই ২০২৫

আপডেট: ১৫:৫৫, ২৬ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
দুর্ঘটনায় নিহতদের স্মরণে দুইদিন বন্ধ থাকবে মাইলস্টোন কলেজ

ফাইল ছবি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায়, আহতদের দ্রুত আরোগ্য লাভের প্রার্থনায় আগামী দুই দিন কলেজ বন্ধ থাকবে। শনিবার (২৬ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তি এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মর্মান্তিক দুর্ঘটনার শিকার সকল আহত ও নিহত কোমলপ্রাণ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকদের জন্য মাইলস্টোন কর্তৃপক্ষ গভীর শোকাহত। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ায় ৬ষ্ঠ দিন আজ। এই দিনেও ক্যাম্পাসের সামনে জড়ো হচ্ছেন উৎসুক মানুষ। এছাড়া স্কুলের শিক্ষার্থী, অভিভাবকরাও আসছেন ঘটনাস্থলে। যারা ভাগ্যক্রমে বেচে ফিরেছেন সেদিন, তাদের মুখে উঠে আসছে ভয়াল সেই দিনের বর্ণনা। আকাশে বিমানের শব্দ পেলেই আতকে উঠছে তার।

তবে, স্কুলের পাঠদান ঠিক কবে শুরু হবে, সেটি নিশ্চিত করে বলতে পারছে না কেউ। 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2