• NEWS PORTAL

  • সোমবার, ২০ অক্টোবর ২০২৫

জবি ছাত্রদল নেতা হত্যার বিচারের দাবিতে ঢাকা কলেজে বিক্ষোভ 

মো. ওবায়দুল্লাহ, ঢাকা কলেজ 

প্রকাশিত: ১৪:১২, ২০ অক্টোবর ২০২৫

আপডেট: ১৪:২১, ২০ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
জবি ছাত্রদল নেতা হত্যার বিচারের দাবিতে ঢাকা কলেজে বিক্ষোভ 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও দোষীদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা কলেজ ছাত্রদল। 

সোমবার (২০ অক্টোবর) বেলা ১১ টায় ঢাকা কলেজের শহীদ মিনার থেকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি  শহীদ মিনার থেকে শুরু হয়ে ঢাকা কলেজের আবাসিক হল পাড়া পদক্ষিণ করে বকুল চত্বরে গিয়ে শেষ হয়। 

এসময় ঢাকা কলেজ ছাত্র দলের আহ্বায়ক পিয়াল হাসান বলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী টিউশন করাতে গিয়ে কতিপয় উগ্র সন্ত্রাসী কর্তৃক হত্যার শিকার হয়েছে। আমরা দেখতে পেয়েছি সেই লাশ দীর্ঘক্ষণ সিরিতে পরেছিল,পরবর্তীতে যখন জবি ও ঢাবি শিক্ষার্থীসহ সারা বাংলাদেশের ছাত্রদল রাজপথে প্রতিবাদ জানায় তখন পুলিশ সেখানে গিয়ে সেই লাশ উদ্ধার করে।

তিনি আরও বলেন, আমরা এর আগেও দেখেছি ঢাবি শিক্ষার্থী সাম্য ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার শিকার হয়েছে।  আমরা বুঝতে পেরেছি আইন আদালত যখন ভঙ্গুর অবস্থায় থাকে এবং রাষ্ট্র যখন সঠিক নিয়মে চলে না প্রশাসন যখন শক্তিশালী থাকে না ঠিক এমন পরিস্থিতিতেই অপরাধ ও হত্যাকান্ড বেড়ে যায়। আমরা ঢাকা কলেজ ছাত্রদলের পক্ষ থেকে জুবায়েদ হত্যার বিচার চাই। 

এছাড়াও ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মামুনুর রশীদ বলেন- আমরা ইন্টিরিম গভমেন্টকে বলে দিতে চাই রাষ্ট্রে এই ধরনের হত্যাকান্ড যদি চলতে থাকে তাহলে আপনাদের কাজটা কি? দেশের আইনশৃঙ্খলার এতো অবনতি কেন? আমরা দেখতি পারছি বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় একযোগে অগ্নিকাণ্ড সংঘটিত হচ্ছে। যেগুলো আসলে কোনো ষড়যন্ত্র কিনা, সেগুলোর কেনো সুষ্ঠু তদন্ত করে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারছন না। তাহলে বুঝা যাচ্ছে আপনারা ব্যার্থ।

জবি শিক্ষার্থী হত্যাকান্ডে স্বরাষ্ট্র  উপদেষ্টার পদক্ষেপের দাবি জানিয়ে তিনি আরও বলেন, আমরা আর দেখতে চাই না কেউ খুন করে বাহিরে ঘুরে বেড়াবে। বিচারহীনতা ছিল বিগত ফ্যাসিষ্ট খুনি হাসিনার ১৬ বছর, আমরা কোনোভাবেই আর সেই বিচারহীনতায় ভুগতে চাই না। যেহেতু জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই ফ্যাসিষ্ট খুনি হাসিনার পতন হয়েছে। আমরা চাই আর কোনো মায়ের বুক খালি না হোক আর কোনো শিক্ষার্থীর লাশ সিরিতে পরে না থাকুক। অবিলম্বে হত্যাকারিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাবস্থা করা হোক। অন্যথায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে এর কঠিন জবাব দিবে।

জানা গেছে, জোবায়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। গতকাল সন্ধ্যার পর রাজধানীর আরমানিটোলার পানির পাম্প গলির একটি ভবনের সিঁড়ি থেকে জোবায়েদ হোসেনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ভবনের একটি বাসায় তিনি টিউশনি করতেন। থাকতেন ফরাশগঞ্জের একটি মেসে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2