জবি ছাত্রদল নেতা হত্যার বিচার চেয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

পুরান ঢাকার আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসেনের নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাষ্কর্যেের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নতুন প্রসাশনিক ভবন, পুরাতন কলা ভবন, বিজ্ঞান ভবন হয়ে 'চির উন্নত মম শির' স্মৃতিস্তম্ভের সামনে এসে শেষ হয়।
এসময় ছাত্রদলের নেতারা "আমার ভাই মরল কেনো, প্রশাসন জবাব চাই"; "আমার ভাই কবরে, খুনি কেনো বাহিরে"; "আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিবো না"; "জুবায়েদ হত্যার বিচার চাই"; "লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাচতে চাই"; "রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়"; " ছাত্রদলের একশন, ডাইরেক্ট একশন"; "আন্দোলনের দাবানল জাতীয়তাবাদী ছাত্রদল" ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
মিছিল শেষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধান বলেন, আমরা পাঁচ আগস্ট পরবর্তী একটি পরিবর্তিত বাংলাদেশ চেয়েছিলাম। কিন্তু আমরা দেখছি একের পর এক ছাত্রদলের নেতা-কর্মীদেরকে হত্যা করা হচ্ছে। জুবায়েদ শুধুমাত্র ছাত্রদল নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন প্রাণবন্ত ও মেধাবী ছাত্র। আমরা নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদল এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে জুবায়েদের খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে।
এসময় বিক্ষোভ মিছিলে শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হিমেল আহমেদ, মো. মহিউদ্দিন, হাবিবুর রহমান হাবিব, সদস্য মামুন সরকার, ইসরাফিল হোসাইন, খায়রুল বাশার, তোফায়েল ইসলাম, শাকিল আহমেদসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জুবায়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি এবং জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। গতকাল ১৯ অক্টোবর পুরান ঢাকার আরমানিটোলা পাম্পের গলিতে তাকে নির্মমভাবে হত্যা করা হয়।
বিভি/এজেড
মন্তব্য করুন: