মাদ্রাসা শিক্ষকদের ওপর পুলিশের জলকামান ও সাউন্ড গ্রনেড নিক্ষেপ, আহত ৫০
ছবি: সংগৃহীত
রাজধানীর প্রেস ক্লাব এলাকায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবিতে পুলিশে সঙ্গে সংঘর্ষে প্রায় অর্ধশত মাদরাসা শিক্ষক আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরের দিকে এই ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেলে আহত শিক্ষকরা জানান, তারা ১৭ দিন যাবৎ প্রেস ক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ ঘোষণার দাবিতে অবস্থান ধর্মঘট করছিলেন। আজকে দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে দিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিলাম। এ সময় পুলিশ সদস্যরা আমাদের ওপর সাউন্ড গ্রেনেড, জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এতে আমাদের প্রায় অর্ধশতাধিক শিক্ষক আহত হন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক গণমাধ্যমকে জানান, প্রেস ক্লাব এলাকা থেকে প্রায় অর্ধশত শিক্ষক আহত হয়ে হাসপাতালে এসেছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
এদিকে, শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মুনসুর গণমাধ্যমকে বলেন, দুপরের দিকে শিক্ষকরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রেস ক্লাবের পাশের সচিবালয়ের ব্যরিগেট ভেঙে ভেতরে ঢুকার চেষ্টা করেন। এ সময় পুলিশ সদস্যরা বাধা দিলে তাদের সঙ্গে ধস্তাধস্তি হয়। পরে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
বিভি/এআই




মন্তব্য করুন: