বাংলাভিশনে শুরু হচ্ছে আইন বিষয়ক অনুষ্ঠান ‘ব্যারিস্টারস্ ইন’

বরেণ্য আইনজীবীদের অংশগ্রহণে সাধারণ মানুষের আইনে আগ্রহের বিভিন্ন দিক, সমস্যা সমাধান ও প্রতিকার নিয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে শুরু হচ্ছে তথ্যনির্ভর ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ‘ব্যারিস্টারস্ ইন’।
উল্লেখ্য, দেশে সুশাসন প্রতিষ্ঠায় আইনের অনুশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠিত হলে কেউ আইন অমান্য করে অন্যের অধিকারে হস্তক্ষেপ করতে পারে না। নিরপেক্ষ আইন ব্যবস্থা, নিরপেক্ষ বিচার ব্যবস্থা, প্রশাসনের নিরপেক্ষতা এবং আইনের প্রয়োজনীয় বিভিন্ন দিক নিয়ে কথা বলা হবে অনুষ্ঠানটিতে।
অনুষ্ঠানে কথা বলবেন ব্যারিস্টার সারা হোসেন, ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, ব্যারিস্টার কায়সার কামাল এর মত বরেণ্য আইনজীবীরা। এছাড়া থাকবে লন্ডনের আইনজীবীদের ইন্টারভিউ’র কিছু অংশ।
আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) থেকে বাংলাভিশনে প্রচার শুরু হচ্ছে ‘ব্যারিস্টারস্ ইন’। প্রতি সপ্তাহের সোমবার রাত ১১ টা ২৫ মিনিটে অনুষ্ঠানটি প্রচার হবে বাংলাভিশনের পর্দায়। ব্যারিস্টার আনোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আফিয়া বৃষ্টি।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: