• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

শাহরুখ খান ষড়যন্ত্রের শিকার, ধারণা হিরো আলমের

প্রকাশিত: ১৭:৩০, ৭ অক্টোবর ২০২১

আপডেট: ১৮:১৪, ৭ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
শাহরুখ খান ষড়যন্ত্রের শিকার, ধারণা হিরো আলমের

মাদককাণ্ডে ছেলে আরিয়ান খান গ্রেফতার হওয়ায় শাহরুখ খান-এর ভক্তরা ব্যথিত। খান পরিবারের এই বিপদ থেকে মুক্তির জন্য শুভকামনা জানাচ্ছেন তারা।

মুম্বাইয়ের প্রমোদতরী থেকে আরিয়ান খান-এর গ্রেফতারের বিষয়ে সামাজিক মাধ্যমে কথা বলছে বাংলাদেশের মানুষও। এবার বিষয়টি নিয়ে কথা বললেন সোস্যাল মিডিয়ার আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম।

আরও পড়ুন:
ষড়যন্ত্রের গন্ধ! শাহরুখকে টার্গেট করার তথ্য আগেই ছিলো বলে দাবি
শাহরুখপুত্র আরিয়ানকে নিয়ে যা বললেন হৃত্বিক

বিপদের দিনে শাহরুখ খানের পাশে সাইমন

তাঁর ধারণা, শাহরুখ-এর ছেলে আরিয়ানকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে ফেসবুক লাইভে হিরো আলম বলেন, সন্তানের এমন অবস্থায় কোনো বাবা-মাই ভালো থাকতে পারেন না। শাহরুখ-এর এখন দুঃসময় যাচ্ছে। আপনারা হয়তো নিজেরাও দেখছেন কী ঘটছে। বিভিন্ন খবর আসছে, যেসব খবরের কোনোটা সত্য, কোনোটা মিথ্যা। তবে যেটাই হোক, আমি চাই দ্রুত এই বিপদ থেকে শাহরুখ খান যেনো উদ্ধার পান। 

নিজেকের শাহরুখ খান-এর বিশাল ভক্ত উল্লেখ করে হিরো আলম বলেন, শাহরুখ-এর বিরুদ্ধে এটা ষড়যন্ত্র হতে পারে। কিন্তু সত্যের জয় হবেই। আমি তার বিশাল ফ্যান, আমার প্রিয় মানুষের এমন দিনে আমার মনটা ভালো নেই। আমি আশা করি, অতি তাড়াতাড়ি এই বিপদ থেকে শাহরুখ খান মুক্ত হবেন।

বিভি/এমএস

মন্তব্য করুন: