ডিপজলের ছেলের বিয়ে, থাকছে ‘কোটি টাকা কাবিন’! (ভিডিও)

ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। অভিনয় করেছেন অসংখ্য জনপ্রিয় ছবিতে। ‘কোটি টাকা কাবিন’ ছবিতে অভিনয় করে পেয়েছিলেন ব্যাপক দর্শকপ্রিয়তা। আর এবার কোটি টাকার কাবিনে নিজের বড় ছেলেকে বিয়ে করালেন এই অভিনেতা।
গত ৮ জুন সন্ধ্যায় রাজধানীর মিরপুর প্রিন্স বাজার কমিউনিটি সেন্টারে বিয়ে সম্পন্ন হয়। শুক্রবার বসুন্ধরা কনভেনশন সেন্টারে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হচ্ছে। এর আগে গত ৫ জুন সাভারে লাজ পল্লীতে পরিবার ও ঘনিষ্ঠজনদের নিয়ে সৌমিক-তাসফিয়ার গায়ে হলুদ সম্পন্ন হয়েছে।
এ বিষয়ে ডিপজল বলেন, ‘করোনার কারণে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, আমার চলচ্চিত্রের সহকর্মী, রাজনৈতিক ও ব্যবসায়িক বন্ধুদের বলতে পারিনি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। তাই এবার সবাইকে সঙ্গে নিয়ে অনুষ্ঠান করছি। সবাই আমার ছেলে ও বউমার জন্য দোয়া করবেন।’
ডিপজলের তিন ছেলে ও এক মেয়ে।২০১৮ সালের জুনে মেয়ে ওলিজা মনোয়ারের বিয়ে দিয়েছেন এ অভিনেতা।
জানা গেছে, কনের নাম কাজী তাসফিয়া। চাঁদপুরের এক রাজনৈতিক পরিবারের মেয়ে তাসফিয়া। প্রিন্স বাজার সুপার মলের স্বত্বাধিকারী ও প্রিন্স গ্রুপের পরিচালক কাজী মানিকের মেয়ে তিনি।
বিভি/জোহা
মন্তব্য করুন: