এসআই টুটুলের নতুন স্ত্রীকে নিয়ে যা বললেন তানিয়া

দীর্ঘ ২০ বছর এক ছাদের নিচে বসবাস। এখন পথ বেঁকে অন্যকে নিয়ে ঘর বেঁধেছেন সঙ্গী। তবে এতেও আক্ষেপ নেই অভিনেত্রী তানিয়া আহমেদের। বরং বিচ্ছিন্ন হয়ে যাওয়া সঙ্গীর বর্তমান জীবনেও সুখ কামনা করেছেন তিনি।
দীর্ঘ ৫ বছর আলাদা থাকার পর গত বছর ডিভোর্স হয়েছে সংগীতশিল্পী এস আই টুটুল ও অভিনেত্রী তানিয়া আহমেদের। আজ টুটুলের দ্বিতীয় বিয়ের খবর পাওয়া গেছে, আর এর মাধ্যমে সামনে এলো তার ডিভোর্সের খবরও। যুক্তরাষ্ট্র প্রবাসী শারমিন সিরাজ সোনিয়ার সঙ্গে দ্বিতীয়বার ঘর বেঁধেছেন এই গায়ক।
আরও পড়ুন: দ্বিতীয় বিয়ের পর তানিয়াকে নিয়ে বোমা ফাটালেন এস আই টুটুল
টুটুলের নতুন সংসার নিয়ে শুভ কামনা জানিয়ে তানিয়া আহমেদ জানান, খবরটি আমিও শুনেছি। ও ভালো থাকুক। ওর জন্য শুভকামনা রইলো। যদি ও ভালো থাকে তাহলে আমার সন্তানরাও ভালো থাকবে। সুতরাং তার ভালো থাকাটা আমার জন্য জরুরি। তার জন্য দোয়া রইল।
আরও পড়ুন: আবার আলোচনায় প্রিন্স মুসার ছেলে ববি হাজ্জাজের ‘এনডিএম’
বিচ্ছেদ কারণকে একান্তই ব্যক্তিগতভাবে দেখছেন তিনি। এ প্রসঙ্গে বলেন, টুটুল গানের মানুষ। তার জীবন অন্যরকম। সে জায়গাটায় হয়তো আমাদের দূরত্ব হয়েছে। সবচেয়ে বড় কথা এটা আমাদের দুজনের একান্তই ব্যক্তিগত বিষয়।
আরও পড়ুন: আইসিটি মামলায় দীপ্ত টিভির মালিকসহ চারজন কারাগারে
বিভি/এজেড
মন্তব্য করুন: