• NEWS PORTAL

  • শনিবার, ০৯ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

নতুন ভিডিও দিতেই আবারও ভাইরাল সানি লিওন

প্রকাশিত: ১৮:২৪, ৭ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
নতুন ভিডিও দিতেই আবারও ভাইরাল সানি লিওন

হিন্দি জগতে নিজের বেশ শক্ত অবস্থান তৈরি করেছেন সানি লিওন। যতবার তিনি পর্দায় এসেছেন ততবারই পারদ চড়েছে উষ্ণতার। বলিউডে আইটেম ডান্সে অন্য মাত্রা যোগ করেছেন সানি। একাধিক ছবিতে তিনি নজর কেড়েছেন, তার তালিকা বেশ দীর্ঘ। 

তবে বেশ কয়েকদিন বিরতির পর ফের পর্দায় ফিরলেন তিনি, তবে বড়পর্দায় নয়, আপাতত মুঠোফোনের স্ক্রিনেই সেনসেশনাল সানি। মঙ্গলবার মুক্তি পেয়েছে তার মিউজিক ভিডিও ‘নাচ বেবি’। মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ২০ লক্ষ দর্শক দেখে ফেলেছেন এই ভিডিও।

সানির সঙ্গে এই ভিডিওতে দেখা গেল কোরিয়োগ্রাফার ও পরিচালক রিমো ডিসুজাকে। ৩ মিনিট ৪৬ সেকেন্ডের এই মিউজিক ভিডিওতে গরবা করলেন দুই তারকা। ভিডিওর শুরুতেই গোলাপি রঙের লেহেঙ্গায় দেখা যায় সানিকে। অনাবৃত পিঠে সানি ফের উত্তাপ ছড়ালেন। 

গোলাপি লেহেঙ্গার সঙ্গে মানানসই মুক্তোর গয়না ও কপালে সবুজ রঙের ছোট্ট টিপ। সাবেকি সাজেই নজরকাড়া সানি। নায়িকার সঙ্গে রিমোর পোশাকও ছিল হালকা গোলাপি রঙের। পর্দার পিছনে থাকা রিমো পর্দাতে সানির সঙ্গেই তালে তাল মেলালেন।

সানি ও রিমোর পাশাপাশি এই মিউজিক ভিডিওতে দেখা যায় সংগীতশিল্পী ভূমি ত্রিবেদীকে। বিপিন পটওয়ার মিউজিক করা ‘নাচ বেবি’ গানটি লিখেছেন কুমার, গানটি গেয়েছেন বিপিন পটওয়া ও ভূমি ত্রিবেদী। মঙ্গলবার মিউজিক ভিডিওটি রিলিজ করে ইউটিউবে। রিলিজের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এই ভিডিও। কয়েক ঘণ্টাতেই এই ভিডিওর ভিউয়ার সংখ্যা ছাড়িয়েছে প্রায় ২ মিলিয়ন অর্থাৎ প্রায় ২০ লক্ষ, এক অর্থে ফের ভাইরাল সানি লিওন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2