• NEWS PORTAL

  • শুক্রবার, ১৬ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মা হতে আজকাল বাবা জরুরি নয়, আছে ভিন্ন পদ্ধতি: জ্যোতি

প্রকাশিত: ১৮:০২, ২৯ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ১৮:২২, ২৯ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
মা হতে আজকাল বাবা জরুরি নয়, আছে ভিন্ন পদ্ধতি: জ্যোতি

ঢালিউড অভিনেত্রী শবনম বুবলীর বেবিবাম্পের ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা গুঞ্জন। সন্তানের বাবা কে?- এমন প্রশ্নও তুলছেন কেউ কেউ। তাদের সেই প্রশ্নের জবাব দিয়েছেন আরেক চিত্রনায়িকা জ্যোতিকা জ্যোতি। 

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জ্যোতি। লেখার শুরুতে এই অভিনেত্রী বলেন, 'মা হওয়ার জন্য আজকাল বাবা জরুরি নয়, অনেক পদ্ধতি রয়েছে। ঠিকঠাক সঙ্গী না পেলে আমিও সিঙ্গেল মাদার হবার কথা ভাববো।'

আরও পড়ুন: শাকিবকে নিয়ে মনের কথা জানালেন অপু বিশ্বাস!

তবে মা হয়ে লুকিয়ে রাখাকে নোংরামি বলে মন্তব্য করেছেন জ্যোতি। তার ভাষায়- 'মা হয়ে লুকিয়ে রাখাটা নিজেকে যাচ্ছেতাই রকমের ছোট করা। জানি না এরা কী ধরনের পার্সোনালিটি নিয়ে বাঁচে! জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ আর গর্বের অধ্যায়টা একজন নারী কী করে গোপন করে বুঝে আসে না!'

'আর লুকানো বাবাদের নিয়ে তো কথা বলাই উচিত না, এরা মানুষ হিসেবে গোনার বাইরে। মানুষ হিসেবে পূর্ণাঙ্গ বিকশিত না হয়ে আরেকটা মানুষ পৃথিবীতে আনার কী দরকার!' 

আরও পড়ুন: বুবলীর সন্তান আর শাকিবের যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়া, যেন আগুনে ঘি ঢেলে দিলো

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2