• NEWS PORTAL

  • শনিবার, ০৪ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আইফোন ১৪’র ছবি ফাঁস, জেনে নিন কি কি থাকছে

প্রকাশিত: ১৫:২১, ৩০ জুলাই ২০২২

আপডেট: ২০:০৫, ৩০ জুলাই ২০২২

ফন্ট সাইজ
আইফোন ১৪’র ছবি ফাঁস, জেনে নিন কি কি থাকছে

ফাঁস হওয়া আইফোন ১৪ এর সম্ভাব্য ছবি

শঙ্কা কাটিয়ে সেপ্টেম্বরে বাজারে আসছে আইফোন ১৪ সিরিজের নতুন ফোন। ইতিমধ্যে আইফোন ১৪ এর এক ঝলক ফাঁস হয়েছে নেট মাধ্যমে। 

জানা গেছে, এবারে আইফোন ১৪ সিরিজের চারটি নতুন ফোন বাজারে আসলেও ডিজাইনে বড়সড় কোন পরিবর্তন আসেনি। অন্যবারের মতো আইফোন ১৪ সিরিজে আইফোন মিনি থাকছে না। শুধু আইফোন ১৪, আইফোন ১৪ ম্যাক্স, আইফোন ১৪ প্রো ও আইফোন ১৪ প্রো ম্যাক্স বাজারে আসবে। 

আরও পড়ুন: একবার ফোন কিনলে আজীবন বিনামূল্যে সার্ভিস

আর্ন্তজাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, আইফোন ১৪ এ১৫ বায়োনিক চিপ ব্যবহার করা হয়েছে। আইফোন ১৪ এর ডিসপ্লের উপরে বৃত্তাকার হোল পাঞ্চ কাট আউটের নীচে সেলফি ক্যামেরা কাট আউট রয়েছে। এছাড়াও পাশে রয়েছে আরও একটি কাট আউট। ধারণা করা হচ্ছে সেখানে ফেইস আইডি সেন্সর থাকতে পারে। ডিসপ্লের পাশে পাতলা বেজেল থাকছে। ফোনের বাঁ দিকে থাকছে অ্যালার্ট স্লাইডার ও ভলিউম বাটন। এই ফোনের ডান দিকে পাওয়ার বাটন থাকতে পারে।

আরও পড়ুন: হাসিতেই মূল্য পরিশোধ, নোট ব্যবহারের দিন কি শেষের পথে !

ফাঁস হওয়া ছবিতে দেখা গেছে আইফোন ১৪ এর পেছনে তিনটি ক্যামেরা রয়েছে যদিও এর স্পেসিফিকেশন সমর্থিত সুত্রে পাওয়া যায় নি। আইফোনের লগো রয়েছে ফোনের পেছনে এবং ট্রিপল রেয়ার ক্যামেরার সাথে রয়েছে এলইডি ফ্ল্যাস। সিম ট্রে থাকবে ফোনের বাম দিকের ভলিউম বাটনের নিচে। 

দাম এবং অন্যান্য স্পেসিফিকেশন সঠিকভাবে জানতে চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে আইফোন প্রেমীদের। 

আরও পড়ুন: স্মার্টফোন থেকে ব্যাংকিং তথ্য চুরি করছে যে ১৭ টি অ্যাপ

বিভি/এসআই

মন্তব্য করুন: