• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

স্মার্টফোন থেকে ব্যাংকিং তথ্য চুরি করছে যে ১৭ টি অ্যাপ

প্রকাশিত: ১৬:০৮, ৩০ জুলাই ২০২২

আপডেট: ২০:০৩, ৩০ জুলাই ২০২২

ফন্ট সাইজ
স্মার্টফোন থেকে ব্যাংকিং তথ্য চুরি করছে যে ১৭ টি অ্যাপ

প্লে স্টোরে এমন ১৭টি অ্যাপের সন্ধান মিলেছে, যে গুলো গোপনে গ্রাহকের তথ্য চুরি করে। বিশেষ করে ব্যাংকিং তথ্য। বিশেষজ্ঞরা বলছেন, তথ্য পাচার রোধে যতদ্রুত সম্ভব এসব অ্যাপ স্মার্টফোন থেকে মুছে ফেলতে হবে। 

আরও পড়ুন: আইফোন ১৪’র ছবি ফাঁস, জেনে নিন কি কি থাকছে

সিকিওরিটি রিসার্চ সংস্থা ট্রেন্ড মাইক্রোর (Trend Micro) প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীর ফোনে ম্যালওয়্যার (Malware) সংক্রামিত অ্যাপ রয়েছে, যেগুলি গ্রাহকের একাধিক গুরুত্বপূর্ণ তথ্য যেমন, ব্যাঙ্কিং তথ্য, পিন, পাসওয়ার্ড-সহ আরও একাধিক বিষয় চুরি করতে পারে। শুধু তাই নয়। অ্যাপগুলি গ্রাহকের ফোনের টেক্সট মেসেজ পড়ে ফেলতে পারে এবং সেগুলিকেও ক্ষতিকারক ম্যালওয়্যার দ্বারা সংক্রামিত করতে পারে। বিশেষজ্ঞরা এসব অ্যাপের নাম দিয়েছেন ড্রপার অ্যাপস। 

আরও পড়ুন: চীনা রকেটের ধ্বংসাবশেষ পৃথিবীতে পড়া নিয়ে উদ্বেগ


ক্ষতিকারক অ্যাপস তালিকাঃ 

1) কল রেকর্ডার APK
2) রুস্টার VPN
3) সুপার ক্লিনার- হাইপার অ্যান্ড স্মার্ট
4) ডকুমেন্ট স্ক্যানার- PDF ক্রিয়েটর
5) ইউনিভার্সাল সেভার প্রো
6) ঈগল ফটো এডিটর
7) কল রেকর্ডার প্রো+
8) এক্সট্রা ক্লিনার
9) ক্রিপ্টো ইউটিলস
10) ফিক্সক্লিনার
11) ইউনিভার্সাল সেভার প্রো
12) লাকি ক্লিনার
13) জাস্ট ইন: ভিডিয়ো মোশন
14) ডকুমেন্ট স্ক্যানার প্রো
15) কঙ্কার ডার্কনেস
16) সিম্পলি ক্লিনার
17) ইউনিক QR স্ক্যানার

এসব অ্যাপের কোন একটি আপনার ফোনে ইন্সটল করা থাকলে তাহলে নিরাপত্তার স্বার্থে দ্রুতই মুছে ফেলাই যুক্তিযুক্ত। 

বিভি/এসআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2