• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ভারতের গুজরাটে ভয়াবহ বন্যা, রেড অ্যালার্ট

প্রকাশিত: ১২:৪৭, ৪ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
ভারতের গুজরাটে ভয়াবহ বন্যা, রেড অ্যালার্ট

ছবি: সিএনবিসি

বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় রেড অ্যালার্ট জারি হয়েছে ভারতের গুজরাটে। ভারি বৃষ্টিতে তেলেঙ্গানা, কেরালা, অন্ধ্র প্রদেশ, রাজস্থান ও দিল্লিতে দুর্যোগপূর্ণ পরিস্থিতি আরও নাজুক দিকে মোড় নেয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গুজরাটে গত ২০ আগস্ট থেকে শুরু হওয়া ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যার জন্য অপরিকল্পিত নগরায়নকে দুষেছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি গান্ধী নগরের গবেষকরা। পর্যাপ্ত ড্রেন এবং পানি নামার জায়গা না থাকায় ৩৩টির মধ্যে ১৫টি জেলা বৃষ্টির পানিতে তলিয়ে যায়। মাত্র দুইদিনে এই রাজ্যে গত ১০ বছরের গড় বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে। বৃষ্টি না থামায় কোনো কোনো জেলায় গত ৫০ বছরের রেকর্ড ভাঙবে বলেও ধারণা করা হচ্ছে।

অন্ধ্র প্রদেশে  বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন চার লাখ ১৫ হাজারের বেশি মানুষ। কয়েকটি এলাকায় ঢলের পানি কিছুটা কমতে থাকায় ঘরবন্দি মানুষ বাইরে বের হয়েছেন। যাচ্ছেন নিরাপদ আশ্রয়ে। উদ্ধার তৎপরতায় নেমেছে নৌ সেনারা। তেলেঙ্গানায় বন্যা দুর্গতদের সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকার। বন্যায় যারা মারা গেছেন তাদের জন্য জনপ্রতি পাঁচ লাখ রুপি অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে তেলেঙ্গানার রাজ্য সরকার।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী আট তারিখ পর্যন্ত কেরালা কর্নাটক, রাজস্থান ও দিল্লিতে বজ্রসহ ভারি বৃষ্টি অব্যাহত থাকবে। এতে বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কায় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগকে আগাম প্রস্তুতি রাখতে বলা হয়েছে।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2