• NEWS PORTAL

  • রবিবার, ০৪ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চট্টগ্রামে পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, মিজোরামে আটক ২

প্রকাশিত: ১৪:৩৪, ৪ মে ২০২৫

আপডেট: ১৪:৪২, ৪ মে ২০২৫

ফন্ট সাইজ
চট্টগ্রামে পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, মিজোরামে আটক ২

ছবি: সংগৃহীত

মিজোরামের লেংপুই বিমানবন্দর থেকে আটক হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই মার্কিন নাগরিক। তাদের বিরুদ্ধে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে সক্রিয় সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগের অভিযোগ রয়েছে। রবিবার (৪ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির তথ্য অনুযায়ী, অভিযুক্তদের বিরুদ্ধে চিটাগং হিল ট্র্যাক্টসের (সিএইচটি) কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএ/এফ)-এর সন্ত্রাসীদের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনার অভিযোগ রয়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, ৪ জন মার্কিন নাগরিক পর্যটক ভিসায় ২ মে আইজলে আসবেন এমন গোয়েন্দা তথ্য আগে থেকেই ছিল।  আটককৃত দুই জনের নাম চেকুন ও সারন বলে জানানো হয়েছে।  

তারা কেএনএ/এফ-এর নেতা নাথান লনচেও বমের সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছিলেন। বম বর্তমানে আত্মগোপনে রয়েছেন। তিনি বাংলাদেশের চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট ও তার সশস্ত্র শাখা কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ)-এর প্রতিষ্ঠাতা।
 

বিভি/আইজে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2