মেক্সিকোতে গাঁজা চাষ ও সেবনের বৈধতা চেয়ে বিশাল র্যালি

ছবি: সংগৃহীত
গাঁজা চাষ ও সেবনের বৈধতা চেয়ে বিশাল র্যালি করেছে মেক্সিকানরা। শনিবার (৩ মে) মেক্সিকো সিটির প্রধান সড়কে জড়ো হয়ে ক্ষোভ ঝাড়েন অনেকে।
এসময়, মেক্সিকোয় গাঁজা সেবনে আইনত জটিলতা থাকায় এর বিরুদ্ধে প্রতিবাদ জানান মেক্সিকানরা। পরে, ব্যক্তিগতভাবে গাঁজা চাষ ও সেবনের জন্য সরকারের কাছে অনুমতি চান র্যালিতে অংশগ্রহণকারী মেক্সিকানরা।
২০১৭ সাল থেকে চিকিৎসাক্ষেত্রে গাঁজার ব্যবহারকে অনুমোদন দিয়েছিল মেক্সিকো সরকার। পরে ২০২১ সালে শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদের এই নেশাদ্রব্যটি প্রকাশ্যে সেবন করার স্বীকৃতি দেয়া হয়।
তবে, ব্যক্তিগত ব্যবহারে এখনও রয়েছে আইনত জটিলতা। এদিকে, বাণিজ্যিক উদ্দেশ্যে মেক্সিকোতে গাঁজার বিক্রয় এখনও নিষিদ্ধ রয়েছে।
বিভি/আইজে
মন্তব্য করুন: