সিঙ্গাপুরের নির্বাচনে টানা ১৪ বারের মতো ক্ষমতাসীন পিএপি’র জয়

সিঙ্গাপুরের পার্লামেন্ট নির্বাচনে টানা ১৪ বারের মতো জয় পেয়েছে শাসক দল পিপলস অ্যাকশন পার্টি (পিএপি)। এর মধ্য দিয়ে নগররাষ্ট্রটিতে টানা ৬০ বছর ধরে চলা পিএপির শাসন আরও দীর্ঘয়িত হতে যাচ্ছে। ১৯৬৫ সালে সিঙ্গাপুরের স্বাধীনতার আগে থেকেই সেখানে শাসন করছে পিএপি। খবর, সিএনএন’র।
শনিবার (৩ মে) অনুষ্ঠিত হয় দেশটির পার্লামেন্ট নির্বাচন। পার্লামেন্টের ৯৭টি আসনের মধ্যে ৮৭টিতে জয় পেয়েছে পিএপি। নির্বাচন বিভাগের ঘোষণা অনুযায়ী, ভোট গণনা শেষে পিএপি ৮২টি সংসদীয় আসনে বিজয়ী হয়েছে। এর আগেই তারা ৫টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল। বিরোধী ওয়ার্কার্স পার্টি আগের মতোই ১০টি আসনে অবস্থান ধরে রেখেছে।
পিএপি’র জনপ্রিয় ভোট শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৫.৬ শতাংশে, যা ২০২০ সালের প্রায় রেকর্ড-নিম্ন ৬১ শতাংশের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। পিএপি সমর্থকরা স্টেডিয়ামে পতাকা উড়িয়ে উল্লাসে মেতে ওঠেন বিজয়ের আনন্দে।
বিরোধীদলগুলো বলছে, সংসদে তাদের শক্তিশালী উপস্থিতি রাজনৈতিক ভারসাম্য ও জবাবদিহিতা নিশ্চিত করবে। তবে তারা বারবারই পিছিয়ে পড়ছে, সম্পদের ঘাটতি, একতা না থাকা এবং বিচ্ছিন্ন জনসমর্থনের কারণে। অনেক সমালোচক গেরিম্যান্ডারিং বা নির্বাচনী এলাকার ইচ্ছেমতো পুনর্বিন্যাসকেও পিএপি’র সুবিধা হিসেবে দেখছেন।
১৯৫৯ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত সিঙ্গাপুরের প্রতিটি নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে পিএপি। প্রায় প্রত্যেকবার পার্লামেন্টের ৯০ শতাংশের বেশি আসনে জয়ী হয়েছেন দলটির প্রার্থীরা। নির্বাচনের বেসরকারী ফলাফল প্রকাশ হতেই সিঙ্গাপুরের জনগণ ও দেশটির প্রধানমন্ত্রী লরেন্স ওংকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
বিভি/এমএফআর
মন্তব্য করুন: