গাজায় অনাহারে ৫৭ জনের মৃত্যু, হামলায় আরও ৪৫ প্রাণহানি

ছবি: আলজাজিরা
গাজার সীমান্তে খাদ্য, পানি এবং ওষুধ বহনকারী ট্রাক অবরোধ করে রাখায় অনাহারে প্রাণহানি হয়েছে অন্তত ৫৭ ফিলিস্তিনি নাগরিকের। এছাড়াও উপত্যকাটিতে ইসরাইলি বাহিনী হামলা চালিয়ে হত্যা করেছে আরো ৪৫ ফিলিস্তিনিকে। নিহত এসব ফিলিস্তিনির বেশিরভাগই শিশু ও বয়স্ক মানুষ। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে গাজার রাষ্ট্রীয় গণমাধ্যম।
ইসরাইলি সেনারা সীমান্ত ক্রসিং বন্ধ করে রাখায় খাদ্য, শিশুদের দুধ, পুষ্টিকর উপাদান এবং জরুরি ওষুধ উপত্যকাটিতে প্রবেশ করতে পারছে না। গাজায় ৮০ শতাংশ মানুষ সাহায্যের ওপর নির্ভরশীল। কিন্তু, অবরোধের কারণে এই সাহায্য পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।
যুক্তরাজ্যে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত বলেছেন, গাজায় গণ-অনাহার হল ইসরাইলের যুদ্ধের কৌশল। গাজায় ইসরাইলের অবরোধের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে আমেরিকান-ইসলামিক সম্পর্ক কাউন্সিল।
এদিকে গাজায় হামলা জোরদারের পরিকল্পনা করতে বৈঠকে বসতে চলেছে ইসরাইলের মন্ত্রিসভা। গাজায় বন্দীদের স্বজনরা প্রিয়জনদের মুক্তির দাবিতে নিয়মিত ইসরাইলে সরকার বিরোধী বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।
শনিবার রাতে তেল আবিবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাইরে হাজার হাজার ইসরাইলি জড়ো হয়ে গাজার বিরুদ্ধে যুদ্ধ জোরদারের চেয়ে বন্দীদের মুক্তিকে অগ্রাধিকার দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: