• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৬ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

২০১৯ সালের মত এবারও কি ব্যর্থ হবে কাশ্মীর?

প্রকাশিত: ১৫:৩৬, ৬ মে ২০২৫

আপডেট: ১৫:৩৯, ৬ মে ২০২৫

ফন্ট সাইজ
২০১৯ সালের মত এবারও কি ব্যর্থ হবে কাশ্মীর?

ছবি: সংগৃহীত

এবার বেলুচিস্তানে সহিংসতা ও সন্ত্রাসবাদ উস্কে দিতে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ নিজেদের ‘প্রক্সি’ গোষ্ঠীগুলোকে সক্রিয় করেছে বলে অভিযোগ করেছে পাকিস্তানের গোয়েন্দারা। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে একটি ব্যর্থ ‘ফলস ফ্ল্যাগ’ অভিযানের পর বেলুচিস্তানের বিভিন্ন অঞ্চলে আক্রমণ করতে বর্তমানে বালোচ লিবারেশন আর্মি (বিএলএ), ফিতনা-উল-খাওয়ারিজ ও কিছু অবৈধ আফগান নাগরিককে এই ষড়যন্ত্রে ‘র’ যুক্ত করেছে বলে অভিযোগ আনা  হয়েছে।

গোয়েন্দা সূত্রের বরাতে জিও নিউজ জানায়, বেলুচিস্তানে সন্ত্রাসী কার্যক্রম চালাতে ভারতের জড়িত থাকার যথেষ্ট প্রমাণ আছে। অঞ্চলটিতে বাইরের শক্তির মদদে সন্ত্রাসবাদ ছড়ানো হচ্ছে। তবে, পাকিস্তানের আইন-শৃঙ্খলা বাহিনী ভারতের এই ষড়যন্ত্র রুখে দিতে প্রাণপণ কাজ করে যাচ্ছেন বলেও জানানো হয়। 

এর আগে, জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলার পর পাকিস্তানকে দায়ী করে বিমান হামলা চালায় ভারত। তবে, শুধু পাকিস্তানে আক্রমণ করেই থেমে যায়নি ভারত, বরং একে ইস্যু বানিয়ে আর্টিকেল ৩৭০ হটিয়ে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে দেয় সরকার।

জম্মু ও কাশ্মীরে জারি করা হয় ১৪৪ ধারা। এছাড়া, ইন্টারনেট বন্ধ করে যোগাযোগও বিছিন্ন করা হয়। অভিযোগ রয়েছে, সেসময় কাশ্মীরের নেতা-কর্মীদের নজরবন্দি করে রাখে ভারত সরকার। কাশ্মীরজুড়ে চালানো হয় ব্যাপক ধরপাকড়ও। 

এবারও, পেহেলগামে বন্দুকধারীর হামলার পর এমনই কিছু হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। গত ২২ এপ্রিল পেহেলগামে ভয়াবহ হামলার পর অন্তত ২৬ জন নিহত হয়। এই হামলায়ও পাকিস্তানকে দায়ী করে বেশ কিছু ব্যবস্থা নেয় ভারত। 

এদিকে, ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে, জম্মু-কাশ্মীর ও অন্যান্য অঞ্চলের মুসলিম নাগরিকদের বিরুদ্ধে ভারতজুড়ে সহিংস আক্রমণের মাত্রা বেড়েই চলেছে। জম্মু ও কাশ্মীরের সাধারণ মুসলিমদের বিরুদ্ধে এই হত্যাকাণ্ডে জড়িত থাকারও অভিযোগ আনা হয়েছে। 

এই ধরনের মনোভাব তৈরি করার পেছনে সবচেয়ে বড় হাত বলিউড ও ভারতীয় মিডিয়াগুলোর রয়েছে বলে ধারনা করা হয়। বিভিন্ন সময় মুসলিমদের জঙ্গি হিসেবে তুলে ধরে ও সরকারের তোষামোদির পাশাপাশি তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে এসবের বীজ বপন করতে থাকে তারা।

বর্তমানে এর প্রভাব দৃশ্যমান হতে শুরু করেছে। ফলে, জম্মু ও কাশ্মীরের সাধারণ মুসলিমরা যে ভবিষ্যতে কখনও জোরপূর্বক বাস্তুচ্যুত হবে না, তার আশঙ্কাও এখন উড়িয়ে দেওয়া যায় না। 

বিভি/আইজে

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2