সুদানে ভয়াবহ বিস্ফোরণ

ছবি: আফ্রিকান ইনসাইডার
সুদানের পোর্ট সুদান শহরে একাধিক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দাদের মতে, এটি আরএসএফের ড্রোন হামলা ছিলো। তারা শহরের জ্বালানি ডিপো, বিমান ঘাঁটি ও বন্দরের আশপাশকে লক্ষ্যবস্তু করেছে।
রবিবার দেশটির একমাত্র কার্যকর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়। এরপর সোমবার (৫ মে) শহরের জ্বালানি ডিপোগুলোকে লক্ষ্য করে চালানো হয় ওই হামলা। উভয় হামলায় আরএসএফকে দায়ী করে সামরিক সূত্র। সামরিক সূত্র আরও জানিয়েছে, সেনাবাহিনী আরএসএফ-নিয়ন্ত্রিত নিয়ালা বিমানবন্দরে একটি বিমান এবং অস্ত্র ডিপো ধ্বংস করেছে। এরপরই এই হামলাগুলো করা হয়। যদিও হামলার দায় স্বীকার করেনি আরএসএফ।
প্রসঙ্গত, ২০২৩ সালের ১৫ এপ্রিল থেকে আরএসএফ সুদানের নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনীর সঙ্গে লড়াই করে আসছে, যার ফলে হাজার হাজার মানুষ মারা গেছে। বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকটগুলির মধ্যে একটি। সূত্র: আল জাজিরা
বিভি/এমআর
মন্তব্য করুন: