• NEWS PORTAL

  • শুক্রবার, ১৬ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরকালে গাজায় বেড়েছে ইসরাইলি হামলা, নিহত ১১৪

প্রকাশিত: ১০:৫০, ১৬ মে ২০২৫

আপডেট: ১০:৫৪, ১৬ মে ২০২৫

ফন্ট সাইজ
ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরকালে গাজায় বেড়েছে ইসরাইলি হামলা, নিহত ১১৪

ছবি: সংগৃহীত

গাজায় ইসরাইলের হামলার তীব্রতা বৃদ্ধি পেয়েছে। ইসরাইলি বাহিনীর আক্রমণে সম্প্রতি নিহত হয়েছে ১১৪ জন ফিলিস্তিনি। এই হামলাগুলো ঘটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরকালীন সময়। স্থানীয় স্বাস্থ্য কর্মী ও উদ্ধারকর্মীদের তথ্য মতে, গাজা উপত্যকাজুড়ে ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে।

খান ইউনিসে অনেক বাড়ি ও আশ্রয়কেন্দ্র ধ্বংস করা হয়েছে। এসময় নারী ও শিশুসহ অন্তত ৫৬ জন নিহত হন। অন্যদিকে, জাবালিয়ায় একটি স্বাস্থ্যকেন্দ্র ও নামাজের ঘরে বোমা হামলায় ১৩ জন প্রাণ হারিয়েছে। 

শোকাহত পরিবারগুলো মরদেহ দাফন করতে বেরিয়ে আসেন খান ইউনিসের রাস্তায়। তারা বলছেন, গত দুই মাসের ভেতর এই হামলাগুলো ছিল সবচেয়ে ভয়াবহ।

ধারনা করা হচ্ছিল, ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরকালীন সময় গাজার পরিস্থিতি কিছুটা শান্ত হতে পারে। তবে, গত ৪৮ ঘণ্টায় অবিরত বোমাবর্ষণ ও সহিংসতা আরও বেড়ে যায়। ফলে, গাজার পরিস্থিতি ক্রমেই খারাপ হয়ে উঠছে। হাসপাতালে শয্যা ও চিকিৎসাসামগ্রীর তীব্র অভাব দেখা দিয়েছে। 

স্থানীয় বাসিন্দারা জানান, মর্গ পূর্ণ হয়ে গেছে, এমনকি করিডোরেও জায়গা নেই। প্রায় ৩৬টা মরদেহই ছিল শিশুদের। এদিকে, কাতারে সফরকালীন সময় গাজাকে একটি ‘ফ্রিডম জোন’ বানানোর প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। তবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী।  

বিভি/আইজে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2