• NEWS PORTAL

  • শনিবার, ১৭ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

গাজায় ইসরাইলের নতুন সামরিক অভিযান ‘অপারেশন গিদিওনস চ্যারিয়ট’, নিহত ১১৫

প্রকাশিত: ১০:২০, ১৭ মে ২০২৫

আপডেট: ১০:২২, ১৭ মে ২০২৫

ফন্ট সাইজ
গাজায় ইসরাইলের নতুন সামরিক অভিযান ‘অপারেশন গিদিওনস চ্যারিয়ট’, নিহত ১১৫

ছবি: সংগৃহীত

গাজায় বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে ইসরাইলি বাহিনী। নতুন এই অভিযানটির নাম দেওয়া হয়েছে ‘অপারেশন গিদিওনস চ্যারিয়ট’ বা ‘গিদিওনের রথ’। অভিযান শুরুর পর শুক্রবার (১৭ মে) সকাল থেকে এখন পর্যন্ত অন্তত ১১৫ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, গাজার বিভিন্ন অঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এই অভিযানকে তারা ‘প্রাথমিক পর্যায়ের হামলা’ বলে উল্লেখ করেছে।

এদিকে ইসরাইলি বাহিনী জানিয়েছে, এই সামরিক পদক্ষেপের উদ্দেশ্য হলো ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীকে পরাজিত করা ও জিম্মিদের মুক্ত করা। চলতি মাসের শুরুতে সরকার অনুমোদিত এক পরিকল্পনার আওতায় গাজায় আক্রমণ জোরদার করে সেনাবাহিনী।

এদিকে শুধু বোমা বা গুলিতেই নয়, খাদ্য সংকটেও মারা যাচ্ছেন ফিলিস্তিনিরা। মার্চ মাসে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর ইসরাইল আবারও গাজায় ত্রাণ সরবরাহে নিষেধাজ্ঞা জারি করে। 
 

বিভি/আইজে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2